Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাMahendra Singh Dhoni | Sunil Gavaskar | গাভাসকরের হৃদয়ে ধোনির...

Mahendra Singh Dhoni | Sunil Gavaskar | গাভাসকরের হৃদয়ে ধোনির অটোগ্রাফ, ভাইরাল মুহূর্তের সাক্ষী ক্রিকেটপ্রেমীরা

Follow Us :

চেন্নাই: কিছু ছবি দেখার পর লেখা থমকে যায়, হারিয়ে যায় ভাষা। সুনীল গাভাসকর এবং মহেন্দ্র সিং ধোনির সেই বিরল মূহুর্তের ছবি দেখার পর হয়তো তেমনি হয়েছে ক্রিকেটপ্রেমীদের অন্তরে। চেন্নাইয়ের মাটিতে হয়তো ইতিমধ্যে শেষ ম্যাচটি খেলে ফেললেন মাহি। কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে হারার পরও ধোনিকে দেখতে স্টেডিয়ামে রয়ে গেছেন হাজার হাজার দর্শক। সিএসকে অধিনায়কও সেই মুর্হূর্তগুলো উপভোগ করতে ব্যস্ত। র‍্যাকেট হাতে বল ছুঁড়ছেন দর্শকদের উদ্দেশে। হঠাত্‍ই তাঁর সামনে ছুটে এলেন ভারতীয় ক্রিকেট জগতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। ধোনির সামনে এসে কানে কানে কিছু বললেনও হয়তো। এরপর বুক পেতে দিলেন অটোগ্রাফের জন্য।  

ধোনিও মার্কার হাতে নিজের সই খোদাই করলেন সানির বুকে। এই অভাবনীয় দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন সকলে। কিছুক্ষণের মধ্যেই সেই বিরল মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই দৃশ্য উপভোগ করলেন কোটি কোটি মানুষ। এর আগে বহুবার গাভাসকর মুখে শোনা গিয়েছে ‘ধোনি’ জয়ধ্বনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়কের তকমাও মাহিকে দিয়েছিলেন তিনি। এমনকী নিজেকে সর্বদা ধোনির ভক্ত হিসেবেই চিহ্নিত করেন গাভাস্কর। হয়তো সে কারণেই টেলিভিশনে লাইভ থাকা অবস্থায় ছুটে গিয়ে মহেন্দ্র সিং ধোনির অটোগ্রাফ নিতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের আর এক নক্ষত্র।

আরও পড়ুন: MS Dhoni | CSK | পরের আইপিএলেও খেলবেন ধোনি? বড় ইঙ্গিত সিএসকে কর্তার   

গাভাস্করকে অটোগ্রাফ দেওয়া হয়তো বিশ্বকাপ জয়ের পরের স্থানেই রাখবেন ক্যাপ্টেন কুল। প্রসঙ্গত, রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে ফেলল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির টানে দেশের অন্য সব মাঠেও হলুদ রঙের ছোঁয়া দেখা যায়, আর চেন্নাইতে তো গোটা স্টেডিয়াম হলুদ হয়ে ওঠে। প্রশ্ন হল, ধোনি আইপিএল থেকে অবসর নিলে কি এই সমর্থন থাকবে? অবশ্যই না। এ বছরই তাঁর শেষ আইপিএল এমন একাধিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। ধোনি নিজে বলেছেন, কেরিয়ারের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। 

RELATED ARTICLES

Most Popular