Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনDatta | Rituparna Sengupta | বড়পর্দায় ফিরছে ‘দত্তা’

Datta | Rituparna Sengupta | বড়পর্দায় ফিরছে ‘দত্তা’

Follow Us :

কলকাতা : দীর্ঘ বছর পর বড়পর্দায় ফিরছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের(Sharat Chandra Chatterjee) অমর সৃষ্টি ‘দত্তা’(Datta)। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)।রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়,জয় সেনগুপ্ত(Saheb Chatterjee & Joy Sengupta)।গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী ও দেবলীনা কুমারকে(Biswajit Chakraborty & Debolina Kumar)।ছবিটি পরিচালনা করেছেন নির্মল চক্রবর্তী(Nirmal Chakraborty)।আগামী ১৬ জুন সিনেমাহলে মুক্তি পাবে ‘দত্তা’।অমর কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প কিংবা উপন্যাস নিয়ে বাংলা চলচ্চিত্র হয়েছে বিস্তর।তালিকা শুরু হলে ফুরোতেই চাইবে না।সাহিত্যিকের অন্যতম সেরা উপন্যাস ‘দত্তা’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে দু দুটি বাংলা ছবি।১৯৫১ সালে শরৎবাবুর ‘দত্তা’-কে প্রথম পর্দায় নিয়ে আসেন পরিচালক সৌমেন মুখোপাধ্যায়।ছবিতে অভিনয় করেছিলেন সুনন্দা বন্দ্যোপাধ্যায়,পূর্নেন্দু মুখোপাধ্যায়,অহীন্দ্র চৌধুরী,জহর গঙ্গোপাধ্যায়, অনুভা গুপ্তা,কালী সরকার,সুখেন দাস প্রমুখ।নির্বাক থেকে সদ্যই টকি হয়ে ওঠার যুগে দত্তা দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকের কাছে।পরবর্তীকালে ১৯৭৬সালেও বাংলা ছবির স্বর্ণযুগের পরিচালক অজয় করের হাত ধরে পর্দায় ফেরে ‘দত্তা’।যে ছবিতে জুটি বেঁধেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুচিত্রা সেন।অভিনয় করেছিলেন শমিত ভঞ্জ,উৎপল দত্ত,গীতা দে,সুমিত্রা মুখোপাধ্যায়,শৈলেন মুখোপাধ্যায়,দিলীপ বসু ছাড়াও আরও বহু শিল্পী।দুটি ছবিই যে দর্শকের কাছে দারুণ জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না।

১৯৭৬ থেকে ২০২৩। দীর্ঘ ৪৭বছর পর সাদাকালোর যুগ পেরিয়ে এবার বড়পর্দায় রঙচঙে ‘দত্তা’।সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।বিলাসের ভূমিকায় রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়।এবং নরেনের চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে।ছবিতে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং দেবলীনা কুমার।‘দত্তা’-র গান অন্যতম আকর্ষণ হতে চলেছে।কারণ,ছবিতে রয়েছে একাধিক জনপ্রিয় রবীন্দ্রসংগীত।ছবিতে সুর দিয়েছেন জয় সরকার।সাহিত্য নির্ভর ছবি সবসময়ই বাংলি দর্শকের পছন্দের।তাই ‘দত্তা’ যে জুনের বাংলা সিনেবিনোদনের বড় আকর্ষণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।আগামী ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘দত্তা’।

 

RELATED ARTICLES

Most Popular