Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | আসানসোলে বুথের বাইরে সিপিএম প্রার্থীকে লক্ষ্য করে গুলি
Array

Panchayat Election 2023 | আসানসোলে বুথের বাইরে সিপিএম প্রার্থীকে লক্ষ্য করে গুলি

Follow Us :

আসানসোল: পঞ্চায়েত ভোটের (Panchayat Election ) শুরু থেকেই যে হিংসার ছবি রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তার ব্যতিক্রম হল না পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও (Asansole)। ভোটকে ঘিরে গুলি চলল, তাতে শাসক ও বিরোধী দুপক্ষই জখম হয়েছে। শনিবার একদিকে সিপিএম (CPIM) প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে এক তৃণমূল (TMC) নেতার মাথা ফাটল। 

আসানসোলের রানিগঞ্জ ব্লকের জে কে নগর জেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ ২৩৯ ২৪০ নম্বর বুথে এদিন দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভোট চলাকালীনই সিপিএমের জেলা পরিষদের প্রার্থী সাগর বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, সকাল থেকেই তৃণমূল বুথ দখলের চেষ্টা করছিল। আমরাও প্রতিরোধের মেজাজে ছিলাম। হঠাৎই আমাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।

আরও পড়ুন:Panchayat Election 2023 | বুথ পরিদর্শনে যেতে গিয়ে আক্রান্ত অশোকনগর পুরসভার চেয়ারম্যান

এদিকে তৃণমূল বুথ দখলের চেষ্টা করায় জেমারিতে লাইনে দাঁড়ানো ভোটাররাই রুখে দাঁড়ান। তাঁদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা থেকে মারামারি শুরু হয়। তাতেই বিশ্বরূপ দত্ত নামে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। তৃণমূলের অভিযোগ, সিপিএম বাইরে থেকে লোক এনে হামলা করে। পরে পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। ওই ঘটনায় কিছুক্ষণের জন্য বুথগুলিতে ভোট বন্ধ থাকে। 

RELATED ARTICLES

Most Popular