Placeholder canvas

Placeholder canvas
Homeদেশ২০২৪ সালে ভারতীয় সেনার হাতে আসছে অ্যাপাচে হেলিকপ্টার

২০২৪ সালে ভারতীয় সেনার হাতে আসছে অ্যাপাচে হেলিকপ্টার

Follow Us :

নয়াদিল্লি: বোয়িংয়ের তরফে ভারতের হাতে আসতে চলেছে এই ৬টি এএইচ৬৪ই (AH64E) অ্যাপাচে হেলিকপ্টার। ২০২৪ সালে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে ওই অ্যাপাচে হেলিকপ্টারগুলি। সেই মতো আমেরিকার অ্যারিজোনায় বোয়িংয়ের কারখানায় শুরু হয়ে গিয়েছে সেই ৬টি হেলিকপ্টার তৈরির কাজ। বুধবার এই কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন  বোয়িং ইন্ডিয়ার প্রেসিডেন্ট সলিল গুপ্তা।

এর আগে  ভারতের তরফে ২০১৫ সালে ২২টি অ্যাপাচে চপারের জন্য বোয়িংকে বরাত দেওয়া হয়েছিল। বিগত বেশ কয়েক বছর ধরে ৩.১ বিলিয়ন ডলার খরচে কেনা সেই ২২টি হেলিকপ্টারই ভারত ব্যবহার করছে। তবে এই ৬টি হেলিকপ্টার এলে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর আরও শক্তি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: অ্যাডামাসে উদ্ভাবন ও শিল্পোদ্যোগ সম্মেলন

এ প্রসঙ্গে বোয়িং কর্তা সলিল গুপ্তা বলেন, ভারতের প্রতিরক্ষা খাতকে আরও মজবুত করার জন্য বোয়িং পাশে থাকবে। এর জন্য আমরা অটলভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাপাচের ঠিক নাকের নীচে ৩০ এমএমের বন্দুক রয়েছে। যা দু’মিনিটেরও কম সময় ১,২০০ রাউন্ড গুলি ছুড়তে পারে। ৮০টি রকেটের পাশাপাশি হেলফায়ার মিসাইলও বইতে পারে অ্য়াপাচে। যা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও শত্রুঘাঁটিকে খুঁজে বের করতে পারে, চিহ্নিত করতে পারে এবং ধ্বংস করে দিতে সক্ষম। ১ মিনিটে ১২৮টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এই হেলিকপ্টার। লক্ষ্যবস্তুর গুরুত্ব ধাওয়া করে খতম করার প্রযুক্তি রয়েছে এই চপারে।

RELATED ARTICLES

Most Popular