Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাইপিএলেও রেফারিং বিতর্ক, আর্সেনালের কাছে ৩-১ গোলে ধরাশায়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড 

ইপিএলেও রেফারিং বিতর্ক, আর্সেনালের কাছে ৩-১ গোলে ধরাশায়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড 

Follow Us :

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ইতিহাসে আর্সেনাল (Arsenal) বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সবসময় হেভিওয়েট ম্যাচ। সাম্প্রতিক কালে ম্যান সিটি, লিভারপুলের রমরমায় কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল এই ম্যাচের মাহাত্ম্য, তবে মিকেল আর্তেতা (Mikel Arteta) এবং এরিক টেন হাগের (Eric Ten Hag) জমানায় নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। রবিবার ভারতীয় সময় রাত ন’টায় আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যান ইউকে ৩-১ হারাল গানাররা। 

খেলায় প্রাধান্য ছিল হোম টিমেরই। কিন্তু ম্যাচের গতির বিপরীতে প্রথম গোল ম্যান ইউয়ের। কাউন্টার অ্যাটাকে ক্রিশ্চিয়ান এরিকসেনের থ্রু বল বাঁ প্রান্তে ধরেন মার্কাস র‍্যাশফোর্ড (Marcus Rashford)। সামনে দু’জন ডিফেন্ডার, কিন্তু গতি এবং ড্রিবলিংয়ে দক্ষ র‍্যাশফোর্ড এরকম পরিস্থিতিতে ভয়ঙ্কর, আবারও প্রমাণ করলেন। বল নিয়ে বক্সে ঢুকলেন, তিনটে ‘ডামি’ দিয়ে গোলে সজোরে শট করলেন। আর্সেনাল গোলকিপার হাত ছুঁইয়েও আটকাতে পারলেন না। ম্যাচের বয়স তখন ২৭ মিনিট। 

গোল খাওয়ার পর কিক-অফের ১৫ সেকেন্ডে গোল শোধ দিল আর্তেতার দল। বাঁ দিক থেকে ঝড়ের গতিতে আক্রমণ করে বক্সের পাস দেওয়া হল অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। নিখুঁত শটে ১-১ করেন তিনি। প্রথমার্ধ শেষ হল ১-১ অবস্থায়। 

আরও পড়ুন: ডুরান্ড ফাইনালে পুরস্কার মূল্য কত জানেন? দেখুন পুরো লিস্ট

এদিন সবার নজর ছিল ম্যান ইউয়ের নতুন স্ট্রাইকার র‍্যাসমাস হোয়লুন্ডের (Rasmus Hojlund) দিকে। তাঁকে বেঞ্চে রাখেন টেন হাগ। প্রথম ১১-য় ছিলেন অ্যান্থনি মার্শিয়াল। পরের ম্যাচে আর থাকবেন বলে মনে হয় না। ৬৭ মিনিট মাঠে ছিলেন ফরাসি ফরোয়ার্ড, বল পায়ে লাগালেন ১৮ বার। তার কোনওটাই গোলের সুযোগ তৈরি করতে পারেনি। মার্শিয়ালের অর্ধেক সময় মাঠে থেকে ১০ বার বলের সংস্পর্শে এলেন। ডিফেন্ডারদের চাপ সহ্য করে বল হোল্ড করলেন যার ফলে সহ খেলোয়াড়রা আক্রমণে উঠে আসতে পারলেন। একটা পেনাল্টি প্রায় আদায় করে ফেলেছিলেন। 

মনে হচ্ছিল ১-১ অবস্থাতেই ম্যাচ শেষ হবে। কিন্তু তখনও অনেক নাটক বাকি। ৮৮ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করে দেন ম্যান ইউয়ের আলেহান্দ্রো গারনাচো। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) জানিয়ে দেন অফসাইড। ম্যাচের পর ম্যান ইউ কোচ কিন্তু বলে গেলেন, ওটা অফসাইড ছিল না। রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। এও বলেন, হোয়লুন্ডকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল, পেনাল্টি পাওয়া উচিত ছিল তাঁর দলের। 

যাইহোক সংযুক্ত সময়ের ৬ মিনিটে গোল করে দেয় আর্সেনাল। আর্সেনালের হয়ে কেরিয়ারের প্রথম গোল করলেন ডেক্ল্যান রাইস (Declan Rice)। ম্যান ইউয়ের দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। ৯০+১১ মিনিটে কাউন্টার অ্যাটাকে ৩-১ করে দেন গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। যে ম্যাচ ম্যান ইউ ২-১ জিততে পারত, সে ম্যাচ ৩-১ হেরে ফিরতে হল। তার উপর চোট পেয়ে মাঠ ছাড়লেন দুই সেন্টার ব্যাক ভিক্টর লিন্ডেলফ এবং লিসান্দ্রো মার্তিনেজ। রাফায়েল ভারানে, লিউক শ, মেসন মাউন্ট আগে থেকেই চোটে। তার উপর নতুন দু’জনের চোটে টেন হাগের দিশেহারা অবস্থা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথে ভুলভাবে রাখা হয়েছে ইভিএম, প্রিসাইডিং অফিসারকে ধমক অরূপ চক্রবর্তীর
01:21:29
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথের নিরাপত্তার দায়িত্বে নশো উনিশ কোম্পানি বাহিনী
01:01:09
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলায় ৮ কেন্দ্রে নির্বাচন, নিরাপত্তার ঘেরাটোপে প্রতিটি কেন্দ্র
01:08:56
Video thumbnail
Cyclone Remal | আর কত দূরে রেমাল? ঘূর্ণিঝড়ে তছনছ হবে কলকাতা?
08:44:22
Video thumbnail
Loksabha Election | সোনাচূড়ায় বিজেপির 'অবাধ ছাপ্পা', নন্দীগ্রামে শুভেন্দুর 'কীর্তি ফাঁস' দেবাংশুর
08:21:13
Video thumbnail
বিজেপি প্রার্থীর ধাক্কায় পড়ে গেলেন মহিলা ভোটারতারপর কী হলো দেখুন
03:13:24
Video thumbnail
Lok Sabha Elections 2024 | অস্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঘিরে ধরে চোর চোর স্লোগান
11:00:53
Video thumbnail
Cyclone Remal | প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে রেমাল, কলকাতা থেকে ঠিক কত দূরে?
08:22:18
Video thumbnail
গড়বেতায় উড়ে এল ইট, ঝরল রক্ত কি হল বিজেপি প্রার্থীর ? দেখুন অসম্পাদিত ভিডিও
07:02:48
Video thumbnail
Stadium Bulletin | জন্মদিনে কি মহিমা দেখাবেন নারায়ণ?
17:46