Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনমুক্তি পেল 'টাইগার ৩', প্রথম দিনে কত ব্যবসা করল এই ছবি?

মুক্তি পেল ‘টাইগার ৩’, প্রথম দিনে কত ব্যবসা করল এই ছবি?

রিলিজের আগে থেকেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো

Follow Us :

 কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলিতে মুক্তি পেল সলমান খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina kaif) অভিনীত ছবি ‘টাইগার ৩’ (Tiger 3)। যদিও রিলিজের আগে থেকেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সূত্রে খবর, এই ছবিটির ইতিমধ্যেই ৩.৬৩ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, প্রথম দিনে কত ব্যবসা করতে পারে টাইগার ৩?

এই প্রসঙ্গে অক্ষয় রাঠি বলেন, “বর্তমানে উৎসব চলছে। ফলে বহু মানুষ ব্যস্ত থাকবেন। এর একটা প্রভাব তো পড়বেই। কিন্তু, যেভাবে এই ছবিটিতে নিয়ে উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে। ফলে প্রথম দিনেই সিনেমাটি ৩০ থেকে ৩৫ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে মনে করা হচ্ছে। দীপাবলির পরে টাইগার ৩-এর ব্যবসা একলাফে অনেকটাই বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং তা ৫০ কোটি পর্যন্ত হতে পারে। বলিউডের সবথেকে লাভকরা ছবিগুলির মধ্যে একটি হতে পারে টাইগার ৩। বিশেষজ্ঞ রমেশ বালা বলেন, “প্রথম দিনে ছবিটি ৩০ থেকে ৩৫ কোটি টাকার ব্যবসা করবে ভারতে এমনটাই আশা করছি। ইতিমধ্যেই বিদেশের থিয়েটারে ছবিটি মুক্তি পেয়েছে ছবিটি। সবমিলিয়ে প্রথম দিনে ৭৫ থেকে ১০০ কোটির ব্যবসা করতে পারে টাইগার ৩।”

আরও পড়ুন: মুক্তির আগে কত টাকার ব্যবসা করল সলমনের ‘টাইগার ৩’?

ছয় বছর পর ফের একবার টাইগার হয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন সলমন খান। তাই ভাইজান ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। গত কয়েক বছর বিশেষ কোনও হিটও নেই সলমনের ঝুলিতেই। তাই ‘টাইগার ৩’ নিয়ে আশায় রয়েছেন সকলেই। এদিকে, চলতি বছরেই ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি। ডিসেম্বরে আবার ‘ডাঙ্কি’ আসছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বক্স অফিসের দখল কি নিতে পারবেন বলিউডের সুলতান?

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular