Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে
Loksabha Vote 2024

বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে

একাধিক জেলার শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ, চিঠি কংগ্রেস সভাপতি খাড়্গেকে

Follow Us :

কলকাতা: বাংলায় আসন সমঝোতার (Seat Sharing) ব্যাপারে এখনও আশাবাদী কংগ্রেস (Congress) এবং সিপিএম (CPM)। তবে জট কাটছে না। দক্ষিণ কলকাতায় প্রার্থীর হয়ে সিপিএম-সহ বামেরা একাই প্রচার চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ওই জেলা-সহ একাধিক জেলার কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেছেন, আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে বামেদের কোনও আলোচনা অনেক জায়গাতেই হয়নি। তা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে।

এই অবস্থায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতা প্রদীপ প্রসাদ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, দলেরও কারও কারও চক্রান্তে আজ দক্ষিণ কলকাতা লোকসভা আসন কংগ্রেসের হাতছাড়া। তিনি লিখেছেন, দক্ষিণবঙ্গে কোন কোন আসনে কংগ্রেস লড়বে, তা এখনও অনিশ্চিত। সিপিএম এখনও ল্যাজে খেলাচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলা সভাপতি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমিও নিজের মতো লড়াই করছি। কেউ বিভ্রান্ত হবেন না। জেলার মিটিং না হওয়া পর্যন্ত কেউ কংগ্রেসের পতাকা নিয়ে মার্কসবাদ জিন্দাবাদ করতে নামবেন না।

আরও পড়ুন: অসাবধানতাবশত বন্ধুর গুলিতে মৃত্যু যুবকের

এদিকে দক্ষিণ কলকাতা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতিরা আসন রফার প্রক্রিয়া নিয়ে কোনও আলোচনা না হওয়ায় ক্ষোভ জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। চিঠিতে জেলা কংগ্রেস নেতাদের বক্তব্য, তাঁরা বামেদের সঙ্গে আসন সমঝোতার কথা সংবাদমাধ্যমের থেকে জানতে পেরেছেন। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, বামেরা প্রথম দফায় ১৬টি আসনের তালিকা প্রকাশের আগে বাম নেতারা তাঁর সঙ্গে কোনও আলোচনা করেননি। এই অবস্থায় দলের সাধারণ কর্মীরা জানতে চান, তাহলে কে বা কারা বামেদের সঙ্গে আলোচনা করছেন।

জেলা কংগ্রেস নেতাদের আরও ক্ষোভ, বামেরা কংগ্রেসের জন্য যেসব আসন ছাড়ার কথা বলছেন, সেগুলিতে জেতার কোনও সম্ভাবনা নেই। অথচ দক্ষিণ কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে যেসব আসন সিপিএম বা বামেরা নিজেদের জন্য রেখেছে, সেগুলিতে কংগ্রেসের ভালো লড়াই দেওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার নেতারা মনে করিয়ে দিয়েছেন, ২০১১ সালে তৃণমূলের সঙ্গে উদ্ভট সমঝোতা করতে গিয়ে কলকাতার ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন করে ফেলা হয়েছিল। এবারও সেই অবস্থার পুনরাবৃত্তি হতে চলেছে। তাঁরা অবিলম্বে কংগ্রেস সভাপতির হস্তক্ষেপ দাবি করেছেন।

এখন পর্যন্ত কংগ্রেস আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামেরা ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দুই দলেরই শীর্ষ নেতৃত্ব দাবি করছেন, অনেক ভেবেচিন্তে সমঝোতার রাস্তা তৈরি করতে হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগেই বলেছেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার জন্য অনেক কষ্ট করে কাপড় সেলাই করতে হচ্ছে। কংগ্রেসের একটি অংশের মতে, যেভাবে জেলায় জেলায় দলীয় কর্মীদের মধ্যে্ সমঝোতা নিয়ে ক্ষোভ বাড়ছে, তাতে তাঁরা কতটা জোটপ্রার্থীর হয়ে পথে নামবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | বারাসতে কোন দল এগিয়ে?
05:05
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ২৫শে বৈশাখ, হে নূতন
12:55
Video thumbnail
আজকে (Aajke) | শুভেন্দু বলেছিলেন বোমা ফাটিবে, সে বোমা কোথায় ফাটিল?
10:04
Video thumbnail
Politics | পলিটিক্স (08 May, 2024)
12:46
Video thumbnail
বাংলা বলছে | রাহুলকে নিশানা, মোদির মুখে অম্বানি-আদানি, কত কালো টাকা নিয়েছে কংগ্রেস, প্রশ্ন মোদির
38:28
Video thumbnail
Beyond Politics | সন্দেশখালি, মণিপুর এবং নারীসম্মান
07:58
Video thumbnail
SSC Scam | নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে স্বস্তিতে রাজ্য সরকার
03:01
Video thumbnail
Suvendu Adhikari | আবার শুভেন্দুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান
02:33
Video thumbnail
Narendra Modi | আম্বানি-আদানি নিয়ে রাহুল কেন নীরব, প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির
05:16
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | রায় শুনে আমার মনস্নিগ্ধ হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
04:19