Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাExclusive: পিকের রিপোর্টেই সীলমোহর রাজ্যের, হাওড়া পুরপ্রশাসক মণ্ডলীতে আমূল পরিবর্তন

Exclusive: পিকের রিপোর্টেই সীলমোহর রাজ্যের, হাওড়া পুরপ্রশাসক মণ্ডলীতে আমূল পরিবর্তন

Follow Us :

কলকাতা: রাজ্যের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিমের পাঠানো রিপোর্টেই সিলমোহর দিল রাজ্য সরকার। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীতে আমূল পরিবর্তন করা হল। আনা হল নতুন মুখ। আগামী সপ্তাহে প্রশাসকমণ্ডলী জরুরি বৈঠকে বসছে। এই বৈঠকে হাওড়ার সার্বিক উন্নয়ন নিয়ে জরুরি আলোচনা হবে বলে জানা গিয়েছে।

হাওড়ার পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে আগেই সরানো হয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে। এক ব্যক্তি-একপদ নীতির কারণে এই সিদ্ধান্ত নেয় দল। অরূপ বাবুর জায়গায় নতুন চেয়ারম্যান করে নিয়ে আসা হয় শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তীকে। এবার প্রশাসকমণ্ডলীর অন্যান্য পদেও রদবদল করা হল। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান হিসেবে আনা হয়েছে নতুন মুখ। ভাইস চেয়ারম্যান করা হয়েছে সৈকত চৌধুরী এবং দেবাংশু দাসকে। সৈকত হাওড়া পুরসভা বিগত বোর্ডের সদস্য ছিলেন। তিনি ছিলেন ৬ নম্বর বরো কমিটির চেয়ারম্যান। দেবাংশু দাস ও ছিলেন ৭ নম্বর বরো কমিটির চেয়ারম্যান। সুতরাং পুরসভার প্রশাসন চালানোর অভিজ্ঞতা দুজনেরই রয়েছে। সেই দিক বিচার করে তাদের দু’জনকেই প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান করা হল।

আরও পড়ুন: চব্বিশের লড়াইয়ে কোর কমিটি গঠনের পরামর্শ মমতার

পাশাপাশি প্রশাসকমণ্ডলীর নতুন সদস্য হিসেবে আনা হয়েছে মনজিৎ রাফেল, রিয়াজ আহমেদ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, বাপি মান্না, অনুপ চক্রবর্তী এবং দিলীপ ঘোষকে। তারা সকলেই বিগত পুরসভার কাউন্সিলর এবং মেয়র পরিষদের সদস্য ছিলেন। সকলেরই পুরসভার কাজ চালানোর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে। এর আগে প্রশাসকমণ্ডলীর সদস্য হিসেবে হাওড়া শহরের সমস্ত বিধায়ককে রাখা হয়েছিল। এবার আর কোনও বিধায়ককেই রাখা হল না। পিকের টিমের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আরও পড়ুন: আফগানিস্তানে চলে যাক আসাদুদ্দিন, বিস্ফোরক মোদির মন্ত্রী

RELATED ARTICLES

Most Popular