Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরKultali Tiger: অবশেষে মুক্তি কুলতলির রয়্যাল বেঙ্গলের

Kultali Tiger: অবশেষে মুক্তি কুলতলির রয়্যাল বেঙ্গলের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অবশেষে ছাড়া পেল কুলতলির বাঘ। বুধবার সকাল সাড়ে ৬টায় তাকে ছেড়ে দেওয়া হল সুন্দরবনের  ধুলিভাসানি গভীর জঙ্গলে। গতকাল তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর  এই সিদ্ধান্ত নেয়  বন দফতরের ৫ সদস্যের প্রতিনিধি দল।

৬ দিন পর মঙ্গলবার বন দফতরের কর্মীদের ফাঁদে পা দেয় দক্ষিণরায়। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় তাঁকে। নিয়ে যাওয়া হয় স্থানীয় বন্য পশু হাসপাতালে। চিকিৎসকেরা জানান, বাঘটি সুস্থ আছে। কোনও সমস্যা নেই।

এর পর মঙ্গলবার রাতেই রয়্যাল বেঙ্গলকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবারই জানিয়েছিলেন, বাঘটিকে অবশেষে ধরা গিয়েছে। শারীরিক অবস্থা পরীক্ষা করেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বাঘটিকে।    

    

গত ৬ দিন ধরে দক্ষিণরায়ের আতঙ্কে ভয়ে কাঁটা হয়েছিল কুলতলির মানুষ৷ বাঘ ধরতে জাল বিছিয়েছিলেন  বন দফতরের (Forest Department) কর্মীরা৷ লাগাতার তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। টোপ দিয়ে বাঘ ধরতে পাতা হয় তিনটি খাঁচাও৷ বাঘের গতিবিধির ওপর সর্বদা নজর রেখেছিলেন বন কর্মীরা। সবশেষে ‘শিকারি’ নামিয়ে মঙ্গলবার সকালে বাঘটিকে কাবু করা সম্ভব হয়।

আরও পড়ুন Kultali Tiger: ধরা পড়ল কুলতলির বাঘ, ঘুমপাড়ানি গুলিতে কাবু

আরও পড়ুন Kultali Tiger: ‘বাঘবন্দি’ খেলায় ব্যর্থ বন দফতর, গর্জন শুনে পালাতে গিয়ে জখম

RELATED ARTICLES

Most Popular