সপ্তাহের প্রথম দিন টক অন ফ্যাক্টসে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? অবশ্যই, কর্মব্যস্ত তো বটেই, কিন্তু এখন একটু চিন্তার ভাঁজ পড়েছে কপালে। কারণ অবশ্যই বর্ষা।
তাহলে বৃষ্টি আমাদের কতদিন ভোগাবে বা কোন কোন জেলায় বৃষ্টির আধিপত্য বেশি হবে সেই ইনফর্মেশন আপনাদের সঙ্গে শেয়ার করব।
টক অন ফ্যাক্টসে আজকের দ্বিতীয় টপিক বিশাখাপত্তনমে ভারতের লজ্জার হার। ২ ঘণ্টা ২২ মিনিট মানে ১৪৪ মিনিট। এই মিনিটের থেকেও কম রান করেছে ইন্ডিয়া, মাত্র ১১৭ রান।
আজকের শেষ টপিকে যাওয়ার আগে প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে-র একটা জনপ্রিয় গানের কলি মনে পড়ে গেল— সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আমার সঙ্গে আপনিও গাইছেন তো? আসলে আজ ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, মানে সুখ দিবস। এটাই তৃতীয় টপিক।
শেয়ার করুন