Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsসংসদে ধোঁয়া: প্রাক্তন পুলিশকর্তার ইঞ্জিনিয়ার ছেলে আটক

সংসদে ধোঁয়া: প্রাক্তন পুলিশকর্তার ইঞ্জিনিয়ার ছেলে আটক

উত্তরপ্রদেশে পাকড়াও আরও এক

Follow Us :

নয়াদিল্লি: সংসদে রঙিন ধোঁয়া (Parliament Security Breach) ছড়ানোর ঘটনায় দিল্লি পুলিশ (Delhi Police) আরও ২ জনকে আটক করেছে। তাঁদের একজন হলেন কর্নাটকের (Karnataka) প্রাক্তন এক পুলিশকর্তার ছেলে, ৩০ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইকৃষ্ণ জাগালি। বাগালকোট শহরের বিদ্যাগিরি থেকে তাঁকে আটক করা হয়। অন্যদিকে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালাউন জেলার ওরাই এলাকা থেকে অতুল কুলশ্রেষ্ঠ নামে ৫০ বছর বয়সি এক চাকরিহীন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কর্নাটকের প্রাক্তন ডেপুটি এসপির ছেলে সাইকৃষ্ণ একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি এবং ওই ঘটনায় ধৃত মনোরঞ্জন ডি একঘরে থাকতেন। মনোরঞ্জনের ডায়েরি থেকে তাঁর নাম জানতে পারে পুলিশ। মহিশুরে মনোরঞ্জনের বাবা-মাকে গত তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ভারতের ঋণের বোঝা বাড়ছে, কত আন্দাজ করতে পারেন?

উত্তরপ্রদেশের স্থানীয় পুলিশ অতুলের আটকের কথা স্বীকার করেছে। কৃষক পরিবারের ছেলে অতুল আর্থিক সমস্যার কারণে হাইস্কুলছুট। তারপর থেকে আর কোনও কাজ পাননি তিনি। প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন দুই যুবক লোকসভা কক্ষের মধ্যে লাফিয়ে পড়েন। হাতে রঙিন ধোঁয়ার কৌটো ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ওদিকে, বাইরে আরও দুজন একইভাবে বিক্ষোভ দেখান।

এরপরেই সংসদের নিরাপত্তা ভঙ্গের অভিযোগে বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করে। যা নিয়ে দুই কক্ষ উত্তাল হওয়ায় মোট ১৪১ জন বিরোধী সাংসদকে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular