Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsপাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা

Follow Us :

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের (Assembly Election 2023) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), তেলঙ্গানা (Telangana), মিজোরাম (Mizoram) ও ছত্তিশগড়ের (Chhattisgarh) ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, মিজোরামে ভোট হবে ৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর। ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর। রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলঙ্গানায় ৩০ নভেম্বরে ভোট হবে। গণনা ও ফল ঘোষণা ৩ ডিসেম্বর।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক্স বার্তায় লেখেন, পাঁচ রাজ্যের ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি এবং তার সহযোগীদের বিদায় ঘোষণা হয়ে গেল। এই রাজ্যগুলিতে কংগ্রেস মানুষের দরবারে যাবে। জনকল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং উন্নয়ন হবে কংগ্রেসের গ্যারান্টি।

আরও পড়ুন: অভিষেকের গড়ে প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই

মুখ্য নির্বাচন কমিশনার এদিন সাংবাদিক বৈঠকে বলেন, মিজোরামে ভোটার সংখ্যা ৮.৫২ লক্ষ। ছত্তিশগড়ে ২.০৩ কোটি। মধ্যপ্রদেশে ৫.৬ কোটি, রাজস্থানে ৫.২৫ কোটি এবং তেলঙ্গানায় মোট ভোটার ৩.১৭ কোটি। দেশের মোট ভোটারের ৬ ভাগের ১ ভাগ ভোটার অংশ নেবেন। এবার ৬০ লক্ষের কাছাকাছি তরুণ-তরুণী প্রথম ভোটকেন্দ্রে যাবেন। ২৯০০টি ভোটকেন্দ্র পরিচালিত হবে যুবদের দ্বারা।

১.৭৭ লক্ষ ভোটদান কেন্দ্রের মধ্যে ১.০১ লক্ষে থাকবে ওয়েবকাস্টিং সুবিধা। উল্লেখ্য, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। কংগ্রেস শাসিত রাজস্থানে ২০০ আসন। ভারত রাষ্ট্র সমিতি শাসিত তেলঙ্গানায় ১১৯। কংগ্রেসের কবজায় থাকা ছত্তিশগড়ে ৯০ আসনে বিজেপির সঙ্গে ক্ষমতার লড়াই হবে। মিজো ন্যাশনাল ফ্রন্টের মিজোরামে ৪০টি আসনে ভোট হবে। কাশ্মীর প্রসঙ্গে রাজীব কুমার বলেন, নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য নির্ঘণ্ট দেখে সঠিক সময়ে কাশ্মীরের ভোট নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

নবরাত্রি শুরুর আগেই বেজে উঠতে চলেছে ভোটযুদ্ধের দামামা। এই পাঁচ রাজ্যের ভোটের ফলের উপর নির্ভর করবে আগামী লোকসভা নির্বাচনের ভাগ্যও। ২০২৪ সালের (Lok Sabha Elections 2024) আগে পায়ের তলার মাটি শক্ত করে নিতে তৎপর শাসক-বিরোধী সব পক্ষ। বিরোধীরা একদিকে যেমন জোট বেঁধে মঞ্চ তৈরি করেছে, অপরদিকে আবার শাসকদলের সঙ্গে জোট বাঁধতে আগ্রহ দেখাচ্ছে জোটে অংশ না নেওয়া বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল। ২০২৩ সালের প্রথমদিকে কয়েকটি রাজ্যের ভোট থেকে হাওয়া কিছুটা বোঝা গেলেও আগত ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন শাসক-বিরোধী দুজনেরই শক্তি পরীক্ষার আসর।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Politics | পলিটিক্স (13 May, 2024)
13:20
Video thumbnail
Beyond Politics | দেখে নিন ভিডিওতে
07:56
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | বর্ধমান-দুর্গাপুরে তুলকালাম, বিক্ষোভ, ভাঙচুর, কমিশনে ভূরি ভূরি নালিশ
33:43
Video thumbnail
Lok Sabha Election | সাঁইথিয়ায় বিজেপির 'দাদাগিরি', তৃণমূল-বিজেপি বচসা, হাতাহাতি
15:17
Video thumbnail
Mumbai Dust Storm | ধুলো ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল হোর্ডিং
01:39
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বাড়িতে হামলার ঘটনায় ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত
02:01
Video thumbnail
Loksabha Election 2024 | চতুর্থদফা ভোট নিয়ে কী বললেন শত্রুঘ্ন সিনহা, দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | কেতুগ্রামে ভোটের আগে, বোমা মেরে, কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে
16:14
Video thumbnail
Dilip Ghosh | মন্তেশ্বরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান
00:00
Video thumbnail
Durgapur News | তৃণমূলের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর! কাঠগড়ায় বিজেপি-সিপিএম
05:16