Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsরাজস্থানেও কি মুখ্যমন্ত্রী-পদে চমক বিজেপির?

রাজস্থানেও কি মুখ্যমন্ত্রী-পদে চমক বিজেপির?

ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নবীন প্রজন্মের ভরসায় লোকসভার আসরে পদ্ম শিবির

Follow Us :

ভোপাল ও নয়াদিল্লি: ছত্তিশগড়ের (Chhattisgarh) পর মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। এবার প্রশ্ন উঠেছে তাহলে আগামিকাল কি রাজস্থানেও (Rajasthan) মুখ্যমন্ত্রী পদে চমকে দেবে বিজেপি (BJP)? সোমবার অজ্ঞাত কুলশীল মোহন যাদবকে (Mohan Yadav) মধ্যপ্রদেশের কুর্সিতে বসিয়ে রাজনৈতিক মহলকে তাক লাগিয়ে দেওয়ার সঙ্গেই যে দুজনকে উপমুখ্যমন্ত্রী করেছে দল, তাঁদেরও ঠিকুজি-কোষ্ঠী অনেকেরই অজানা। পূর্বতন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) সরকারের অর্থমন্ত্রী তথা দুবারের বিধায়ক জগদীশ দেওড়া (Jagdish Devda) এবং জনসংযোগ মন্ত্রী রাজেন্দ্র শুক্লা (Rajendra Shukla) উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হতে চলেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং টোমর হবেন বিধানসভার স্পিকার।

গত রবিবার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ৫৯ বছরের বিষ্ণুদেও সাইকে মুখ্যমন্ত্রী করে রাজনৈতিক মহলের ভাতঘুম ছুটিয়ে দিয়েছিল বিজেপি। তার পরদিনই দক্ষিণ উজ্জয়িনীর অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি-বিধায়ক ৫৮ বছরের মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করে ফের নয়া চমক। দুটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তথাকথিত প্রবীণ বা বৃদ্ধ নেতৃত্বের থেকে আগামী লোকসভা নির্বাচনের আগে নতুন মুখ এবং তুলনামূলকভাবে বয়সে নবীনদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদে বসাচ্ছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

সবথেকে বড় কথা, আগে মুখ্যমন্ত্রী পদে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নতুন রক্ত নিয়ে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ ভাবমূর্তির প্রশাসন উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেই হিসেবে মঙ্গলবার রাজস্থানের জয়পুরে বিজেপির কেন্দ্রীয় দলের সঙ্গে নবনির্বাচিত বিধায়কদের বৈঠকেও সে রকমই কিছু হতে চলেছে বলে অনুমান।

দলীয় বৈঠকে মোহন যাদবকে বিধানসভায় বিজেপির নেতা নির্বাচনের যারপরনাই খুশি মোহন যাদব বলেন, আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। আমি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমি আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করব। মুখ্যমন্ত্রী নির্বাচন পর্বের পরপরই শিবরাজ সিং চৌহান ইস্তফা দেন। সকলকে সঙ্গে করে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই সি প্যাটেলের কাছে সরকার গঠনের দাবি জানান মোহন যাদব। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুদেও সাইয়ের মতো মোহন যাদবও দলের চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পছন্দের লোক। তিনি শিব-সরকারে উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে কাজ করতেন।

মধ্যপ্রদেশে অন্যান্য অনগ্রসর শ্রেণির ভোটার রাজ্যের জনসংখ্যার অর্ধেক হলেও তাঁদের মধ্যে যাদবরা খুব একটা প্রভাবশালী নয়। কিন্তু, তাদেরই একজনকে মুখ্যমন্ত্রী করে বিজেপি আগামী লোকসভা ভোটের আগে বিহার ও উত্তরপ্রদেশে যাদবদের অগ্রাধিকারের ইঙ্গিত দিল বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোনও মতভেদ নেই, এটা বোঝাতে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর নাম প্রস্তাব করেন। সাংবাদিকদের কাছে রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, নরেন্দ্র সিং টোমর এবং জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সেই প্রস্তাব সমর্থন করেন। উল্লেখ্য, এঁরা সকলেই মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে ছিলেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53