Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsলোকসভা ভোটে মোদির 'ত্রিশূল' ছক

লোকসভা ভোটে মোদির ‘ত্রিশূল’ ছক

Follow Us :

ছত্তিশগড়ের (Chhattisgarh) পর মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। এবার রাজস্থানেও (Rajasthan) মুখ্যমন্ত্রী পদে চমকে দিল বিজেপি (BJP)। ছত্তিশগড়ে আদিবাসী, মধ্যপ্রদেশে অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং রাজস্থানে ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী। তিন রাজ্যেই দুজন করে উপমুখ্যমন্ত্রী। একজনের বয়স ৫৬, একজনের ৫৮ এবং তৃতীয়জনের ৫৯। তিনজনেই পুরুষ। ধাঁধাঁর মতো লাগছে! কোনও ধাঁধাঁ নয়। আসন্ন লোকসভা নির্বাচনে নতুন রক্তের উপরেই যে ভরসা রাখছেন বিজেপির প্রধানমন্ত্রী-মুখ নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তা আর বলার অপেক্ষা রাখছে না। হিন্দি বলয়ে প্রায় ধূলিসাৎ কংগ্রেসকে পাঙ্গা নিতে অভিজ্ঞতা ও টাটকা মুখকেই বাছাই করছেন তিনি। এই ‘ত্রিশূল’ নেতৃত্বেই লোকসভা ভোটে কংগ্রেসবধ কাব্য লেখার ছক প্রস্তুত করছেন শিবভক্ত মোদি।

প্রসঙ্গত, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের নবনির্বাচিত তিন মুখ্যমন্ত্রীই বিজেপির চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুগত এবং যাকে বলে ‘কাছের লোক।’ ফলে বিজেপির গোপন মলাটে হিন্দুত্বের যে বাণীগুলি লেখা রয়েছে, তাতেও তথাকথিত উদারমনা প্রশাসনিক কর্তাদের হাতে ক্ষমতা যাচ্ছে না। এটাও মোদি-শাহ জুটির সুবিধা।

আরও পড়ুন: ২৬ জানুয়ারি নয়াদিল্লি আসছেন না জো বাইডেন!

প্রধানত ছত্তিশগড়ের কয়েক যুগের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের বয়স যা তাতে লোকসভা ভোটের প্রচারে দৌড়ে বেড়ানো প্রায় অসম্ভব। শুধু তাই নয়, তাঁর আমলে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল বিজেপি সরকার। মানুষের মন থেকে সেইসব বিতৃষ্ণা দূর করতেই আনকোরা বিষ্ণুদেও সাও ছত্তিশগড়ের কুর্সিতে বসালেন মোদি। একইভাবে মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে নিয়েও বিতর্ক কম হয়নি। সেখানেও সোমবার অজ্ঞাতকুলশীল মোহন যাদবকে (Mohan Yadav) মধ্যপ্রদেশের কুর্সিতে বসিয়ে রাজনৈতিক মহলকে তাক লাগিয়ে দিয়েছেন মোদি।

একইভাবে ক্ষমতায় না থাকা রাজস্থান দখলের পর থেকে চর্চা চলছিল সোনার কেল্লা কার হাতে যাবে। কেউ আশাও করেননি প্রশাসনিক অভিজ্ঞতা না থাকা একেবারে দ্বিতীয় স্তরের সাংগঠনিক নেতাকে তুলে এনে ব্রাহ্মণ বংশীয় ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করা হবে।

শুধু তাই নয়, মন্ত্রিসভায় ঐক্যের ভারসাম্য বজায় রাখতে, সেই মহারাষ্ট্র থেকে শুরু করে এক ছকে একাধিক উপমুখ্যমন্ত্রীর অঙ্কে চলছে গেরুয়া নেতৃত্ব। এতে সাপও মরছে, লাঠিও ভাঙছে না। ঐক্যে কোথাও চিড় ধরেনি, এটা বোঝাতে প্রাক্তনদের দিয়েই নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব এবং সমর্থন করানো হচ্ছে বিধায়কদের বৈঠকে। প্রবীণরা হাসিমুখে নয়াদিল্লির এই নির্দেশও পালন করে চলেছেন অক্ষরে অক্ষরে।

সব মিলিয়ে একেবারে অচেনা-অজানা শিক্ষিত, সজ্জন বলে রাজ্য রাজনীতিতে পরিচিতদের মুখ্যমন্ত্রী করে কংগ্রেসের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম নেতৃত্ব। কারণ কংগ্রেস এবং মোদি বিরোধী ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিজেপির একটাই প্রচার-অস্ত্র দুর্নীতিগ্রস্তদের জোট। সম্প্রতি ঝাড়খণ্ডের রাজ্যসভা সদস্যের বাড়ি থেকে আয়কর দফতর ৩৫১ কোটি টাকা উদ্ধার করার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। তাই স্বচ্ছ ভাবমূর্তির এই ত্রয়ী মুখ্যমন্ত্রীই মোদির হাতের ত্রিশূল হতে চলেছেন লোকসভা ভোটে। যাঁদের মুখ্যমন্ত্রী করা নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেস কিংবা বিরোধীদের কোনও দলই রা কাড়তে পারেনি। দলের মধ্যেও বিদ্রোহের বিন্দুমাত্র আঁচ মেলেনি।

প্রথমে, গত রবিবার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ৫৯ বছরের বিষ্ণুদেও সাওকে মুখ্যমন্ত্রী করে রাজনৈতিক মহলের ভাতঘুম ছুটিয়ে দিয়েছিল বিজেপি। তার পরদিনই দক্ষিণ উজ্জয়িনীর অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি-বিধায়ক ৫৮ বছরের মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করে ফের নয়া চমক। এদিন রাজস্থানে ভজনলাল শর্মা। তিনটি ক্ষেত্রেই দেখা যায়, তথাকথিত প্রবীণ বা বৃদ্ধ নেতাদের থেকে আগামী লোকসভা নির্বাচনের আগে নতুন মুখ এবং তুলনামূলকভাবে বয়সে নবীনদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদে বসিয়েছে গেরুয়া শিবির।

সবথেকে বড় কথা, আগে মুখ্যমন্ত্রী পদে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নতুন রক্ত নিয়ে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ ভাবমূর্তির প্রশাসন উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে অন্যান্য অনগ্রসর শ্রেণির ভোটার রাজ্যের জনসংখ্যার অর্ধেক হলেও তাঁদের মধ্যে যাদবরা খুব একটা প্রভাবশালী নন। কিন্তু, তাঁদেরই একজনকে মুখ্যমন্ত্রী করে বিজেপি আগামী লোকসভা ভোটের আগে বিহার ও উত্তরপ্রদেশে যাদবদের অগ্রাধিকারের ইঙ্গিত দিল বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোনও মতভেদ নেই, এটা বোঝাতে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর নাম প্রস্তাব করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, নরেন্দ্র সিং টোমর এবং জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সেই প্রস্তাব সমর্থন করেন। উল্লেখ্য, এঁরা সকলেই মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে ছিলেন।

রবিবার, বিষ্ণুদেও সাও হন (Vishnu Deo Sai) ছত্তিশগড়ের (Chhattisgarh) পরবর্তী বিজেপি (BJP) মুখ্যমন্ত্রী। আগামিকাল, বুধবার শপথ নিতে চলেছেন তিনি এবং মোহন যাদব। দুটি অনুষ্ঠানেই হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির তাবড় নেতানেত্রীরা।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53