Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsসুড়ঙ্গ থেকে উদ্ধার কয়েকজন, দাবি নিয়ে জল্পনা

সুড়ঙ্গ থেকে উদ্ধার কয়েকজন, দাবি নিয়ে জল্পনা

তৈরি অ্যাম্বুল্যান্স, বিছানা, স্ট্রেচার, অস্থায়ী হাসপাতাল

Follow Us :

সিলকিয়ারা (উত্তরকাশী): উৎকণ্ঠার অবসান। শেষমেশ প্রাচীন, অবৈজ্ঞানিক পদ্ধতির ইঁদুরের গর্ত (Rathole) দিয়েই উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) আটক কয়েকজনকে বের করা হয়েছে। ঘটনাস্থলে কাজ করা উদ্ধারকারীদের (Resque Operation) কয়েকজন একথা জানালেও সরকারিভাবে এ ব্যাপারে কোনও ঘোষণা এখনও হয়নি। যদিও ঘটনাস্থলে পৌঁছে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami) টুইট করে বলেছেন, সুড়ঙ্গে পাইপ ঢোকানো গিয়েছে। খুব শীঘ্রই উদ্ধার করা হয়ে যাবে আটকে থাকা ৪১ জন শ্রমিককে।

আরও পড়ুন: বিহারে ৪ বান্ধবীর একসঙ্গে বিষপান, ২ জনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচুর অ্যাম্বুল্যান্স সুড়ঙ্গের মুখের ভিতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে। তৈরি রয়েছে এনডিআরএফের টিম। সুড়ঙ্গে স্ট্রেচার, বিছানা নিয়ে যাওয়া হয়েছে। এসব দেখে সকলেই আশায় বুক বেঁধেছেন এবার যে কোনও মুহূর্তেই বোধহয় বড়সড় সাফল্যের মুখ দেখতে চলেছে উদ্ধারপর্ব।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular