Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAdhir Chowdhury: এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে অধীর, মমতাকে চিঠি কংগ্রেস সাংসদের

Adhir Chowdhury: এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে অধীর, মমতাকে চিঠি কংগ্রেস সাংসদের

Follow Us :

কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে এবং সিবিআই তদন্তে সরগরম রাজ্য রাজনীতি৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বিক্ষোভরত এসএসসি চাকরিপ্রার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানালেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী৷ চাকরির দাবিতে প্রায় এক বছর বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা৷ বৃহস্পতিবার তাঁদের সঙ্গে মেয়ো রোডে দেখা করে বিষয়টি সংসদে উত্থাপন করার আশ্বাস দেন অধীর চৌধুরী৷ তারপরই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর আবেদন জানালেন বহরমপুরের সাংসদ৷

যদিও বৃহস্পতিবার রাতে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সব মিলিয়ে ৬৮৬১টি নতুন পদ তৈরি করা হয়৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পাশ হয়৷ তারও আগে ইদের দিন মুখ্যমন্ত্রী কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে৷ চিঠিতে এই দুটো বিষয় উল্লেখ করেন অধীর চৌধুরী৷ লেখেন, ওই দুই ঘোষণার ১৪ দিন কেটে গিয়েছে৷ কিন্তু তাদের স্কুলে নিয়োগ নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি৷ এরপরই মুখ্যমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য কালবিলম্ব না করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান৷

বৃহস্পতিবারই বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কংগ্রেস সাংসদ৷ চাকরিপ্রার্থীদের হয়ে সাধ্যমত কংগ্রেস আইনি লড়াই লড়বে বলেও জানান৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনকারীদের কাছে  ক্ষমা চাওয়ার দাবিও জানান৷

আরও পড়ুন: SSC Calcutta High Court: সত্যের জয়, শিক্ষিকা অঙ্কিতাকে হারিয়ে বলছেন ববিতা

RELATED ARTICLES

Most Popular