Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরবিজেপি করার অপরাধে শিক্ষকক স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

বিজেপি করার অপরাধে শিক্ষকক স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

Follow Us :

চোপড়া: বিজেপি (BJP) করার অপরাধে শিক্ষককে (Teacher) স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে স্কুলের সামনে অনশনে বসল সেই শিক্ষক সহ অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের টাটু সিংহ স্মৃতি হাই স্কুলে। বুধবারও বিদ্যালয়ের সামনে ভবেশ কর নামে ওই শিক্ষক ধর্নায় বসেছিল।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার স্কুলে গিয়েছিলেন শিক্ষক ভবেশ কর। অভিযোগ, স্কুলে যাওয়ার পরেই পরিচালন কমিটির সভাপতি সহ কিছু বহিরাগত তৃণমূলের ক্যাডার তাঁকে বেরিয়ে যেতে বলে। ভবেশবাবু বিনা সাসপেনশন লেটার ছাড়া স্কুল থেকে বের হতে না চাইলে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে ভবেশবাবু গতকাল স্কুলের সামনে অনশনে বসেন।আজও একইভাবে স্কুলের সামনে সকাল থেকেই অনশনে বসেছেন ভবেশ বাবু সহ অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।

ওই শিক্ষকের কথায়, চোপড়ায় মাম্পি সিংহের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন তিনি। সেকারণেই তাঁর বিরুদ্ধে মামলা হয়। গত ৩১ জুলাই তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করেন এবং তাঁর ২৬ দিনের জেল হয়। ২৪ অগাস্ট তিনি জেল থেকে ছাড়া পান। পরের দিন অর্থাৎ ২৫ অগাস্ট থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে স্কুল থেকে বেরিয়ে যেতে বলতেন। তাঁর অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই তাঁর ওপর এরকম হেনস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular