Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBali Fraud Incident: বিজেপি কর্মী পরিচয় দিয়ে তোলাবাজি, পুলিসের জালে যুবক

Bali Fraud Incident: বিজেপি কর্মী পরিচয় দিয়ে তোলাবাজি, পুলিসের জালে যুবক

Follow Us :

হাওড়া: নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে তোলাবাজি। এমনকি টাকা না দিলে দেওয়া হত মেরে ফেলার হুমকিও। একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার বালি থানার পুলিস অভিযুক্ত সৌরভ মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

কয়েকমাস আগে অশোক সিং নামে এক ইমারত ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা তোলা দাবি করে অভিযুক্ত সৌরভ। সেই টাকা থাকে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এর পরেই ওই ব্যবসায়ী বালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস।

একই সময়ে বালি সাব পোস্ট অফিসের তরফেও ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বালি থানায়। পোস্টমাস্টার অভিযোগ করেন,  ওই যুবক ডাক বিভাগের কর্মীদের কাজে বাধা দেয়। এমনকি পোস্ট অফিসের কর্মীকে হুমকিও দেয়। ঘটনা দু’টির তদন্তে নেমে পুলিস জানতে পারে এর আগেও বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। একবার তাকে গ্রেফতারও করা হয়েছিল।

কখনও নিজেকে আইনজীবী দাবি করে আবার কখনো নিজেকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর চেষ্টা করত সে। এক সময় বিজেপির বিভিন্ন অনুষ্ঠানেও যুক্ত থাকতে দেখা গিয়েছে তাকে।  বৃহস্পতিবার এই দুটি ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বালি থানা। তার বিরুদ্ধে একগুচ্ছ ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন- Jhalda Municipality: ঝালদায় পুরপ্রধানের সঙ্গে কাজিয়া কংগ্রেস কাউন্সিলরের

ওই বিজেপি কর্মীর গ্রেফতার প্রসঙ্গে হাওড়া জেলা সদর বিজেপির সাধারণ সম্পাদক অজয় মান্না বলেন, আইন আইনের পথে চলবে। তাতে যদি ধৃতের দোষ প্রমাণিত হয় তাহলে তাই হবে। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে, বিষয়টি সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। উনি বিজেপি করেন বলে ফাঁসানোর চেষ্টাও হতে পারে।

 

RELATED ARTICLES

Most Popular