Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBasanti Puja: হিঙ্গলগঙ্গের স্যান্ডেলের বিল শৈশব সঙ্ঘের বাসন্তী পুজোর দায়িত্বে প্রমীলা বাহিনী

Basanti Puja: হিঙ্গলগঙ্গের স্যান্ডেলের বিল শৈশব সঙ্ঘের বাসন্তী পুজোর দায়িত্বে প্রমীলা বাহিনী

Follow Us :

বসিরহাট: চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর জোগাড় সহ যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন মহিলারাই। অন্যবার পুরুষরা পুজোর দায়িত্বে থাকলেও এবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের শৈশব সঙ্ঘের বাসন্তী পুজোর দায়িত্বে প্রমীলা বাহিনী। সম্পূর্ণ নিষ্ঠা সহকারে যাবতীয় দায়িত্ব পালন করছেন তাঁরাই।

পুজো কমিটির সম্পাদক নীতু মণ্ডল, সভাপতি কালীদাসী মুণ্ডা বলেন, এই পুজো গ্রামের পুরুষেরা করত। এবার আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যাবতীয় কাজ মহিলারাই করছেন। হিঙ্গলগঞ্জ এলাকার অন্যতম প্রাচীন আমাদের পুজো দেখতে প্রচুর দর্শনার্থী আসেন। পুজো উপলক্ষে গ্রামে বিরাট মেলাও বসে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সুরথ সুশাসক ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন। কথিত আছে, কোনও যুদ্ধে তিনি কখনও হারেননি।

আরও পড়ুন:Basanti Puja: বাসন্তী পুজোয় সিন্নি চড়ানো হয়ে মাজারে, সম্প্রীতির অনন্য নিদর্শন বালুরঘাটে

RELATED ARTICLES

Most Popular