Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBasirhat: উত্তরাখণ্ডের বিচারপতির ফেসবুক হ্যাক, গ্রেফতার বসিরহাটের ছাত্র

Basirhat: উত্তরাখণ্ডের বিচারপতির ফেসবুক হ্যাক, গ্রেফতার বসিরহাটের ছাত্র

Follow Us :

বসিরহাট: উত্তরাখণ্ডের প্রধার বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার বসিরহাটের এক দ্বাদশ শ্রেণীর ছাত্র। অভিযুক্ত রাজিবুল মিস্ত্রিকে বুধবার গ্রেফতার করে পুলিস। তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে যাওয়া হবে। আগামী ২৩ জুলাই অভিযুক্তকে উত্তরাখণ্ড আদালতে তোলা হবে।

বসিরহাটের মাটিয়া থানা এলাকার বেগমপুর বিবিপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজিবুল মিস্ত্রি। অভিযোগ, গত আড়াই মাস আগে উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সে। এরপর উস্কানিমূলক হুমকিসহ একাধিক মন্তব্য লিখে পোস্ট করা হয় বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

এরপরই প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহান মাল্লিতাল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে উত্তরাখণ্ড পুলিস। অভিযুক্তর মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে জানা যায় রাজিবুলের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানা এলাকায়।

এরপরেই উত্তরাখণ্ড থানার পুলিস যোগাযোগ করে রাজ্য পুলিসের সঙ্গে। বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরাখণ্ড পুলিস। এরপর ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয় বসিরহাট মহকুমা আদালতের কাছে। যদিও রাজিবুলের পরিবারের দাবি, কোনও অসৎ উদ্দেশ্যে ফেসবুক হ্যাক করা হয়নি। সে পড়াশোনা করেছে। ষড়যন্ত্রের শিকার সে।

 

 

RELATED ARTICLES

Most Popular