Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent News ৬ আদিবাসী মহিলাকে বিয়ে, ধৃত বিহারের এক ব্যাক্তি

 ৬ আদিবাসী মহিলাকে বিয়ে, ধৃত বিহারের এক ব্যাক্তি

Follow Us :

মালবাজার : ৬  আদিবাসী মহিলাকে  বিয়ে করে আর্থিক প্রতারণা। ধৃত বিহারের বৈশালী থেকে আসা এক ব্যক্তি। ধৃত ব্যাক্তির নাম রাহুল কুমার সিং।

ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন জায়গায় নিজের স্ত্রীদের রেখে তাঁদের উপার্জিত অর্থেই দিন কাটাচ্ছিলেন ওই ব্যক্তি। অবশেষে ওই মহিলারা বুঝতে পারেন ওই ব্যাক্তি এক প্রতারক।

এরপর রবিবার রাতে সকল মহিলারা ওই ব্যাক্তিকে মাল ব্লকের নেওরানদী চাবাগান থেকে ধরে উত্তমমধ্যম মারেন। তারপর মাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। থানায় লিখিত অভিযোগও জানানো হয়।

আরও পড়ুন- সিআইডি অফিসার পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে প্রতারণা, গড়িয়া থেকে ধৃত অভিযু্ক্ত

 রবিবার রাতে নেওরানদী চাবাগানের প্রেমা সিং নামের এক মহিলা মালবাজার থানায় লিখিত অভিযোগ করে জানান, তাঁর সঙ্গে অভিযুক্ত রাহুল কুমার সিংয়ের দুই বছর আগে বিয়ে হয়। রবিবার দুপুর ১.৩০ মি নাগাদ আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া ও ধওলাঝোড়া চাবাগানের নিবাসী রজন্তি মিঞ্জ ও লক্ষী মাহালী নামের দুই মহিলা তাঁর বাড়িতে আসেন। তাঁরা জানায়, অভিযুক্ত রাহুল কুমার সিং তাঁদেরকে বিয়ে করেছে। এমনকি তাঁর আরও একটি স্ত্রী রয়েছে।

এফআইআর কপি

আরও পড়ুন- মেদিনীপুর শহরে গুলি কান্ডে অস্ত্র ও গাঁজা সহ​ গ্রেফতার ৩

এছাড়াও অভিযোগ করা হয় রাহুল কুমার সিং বহু আদিবাসী মহিলাকে চাকরি দেওয়ার নাম করে তাঁদের থেকে টাকা নিয়েছে। এমনকি ওই অভিযুক্ত ৬ জন আদিবাসী মহিলাকে বিয়ে করে তাঁদের আর্থিক ভাবে প্রতারিত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। মাল থানা সূত্রে খবর, অভিযুক্ত ব্যাক্তিকে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করে হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular