Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSchool Demolish: আসানসোলে বুলডোজার চালিয়ে স্কুল গুঁড়িয়ে দিল রেল, প্রতিবাদ তৃণমূলের

School Demolish: আসানসোলে বুলডোজার চালিয়ে স্কুল গুঁড়িয়ে দিল রেল, প্রতিবাদ তৃণমূলের

Follow Us :

আসানসোল: উত্তরপ্রদেশ, দিল্লির পর বুলডোজার সংস্কৃতির আমদানি ঘটল বাংলাতে৷ আসানসোল সিটি বাস স্ট্যান্ডের কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চলল বুলডোজার৷ রেলের জমিতে থাকা একটি বেসরকারি স্কুলের উপর বুলডোজার চালায় কর্তৃপক্ষ৷ স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় বুলডোজার নিয়ে এসে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় স্কুলটি৷ পূর্ব রেলের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা নিজেদের জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে৷ জমি খালি করতে সমস্ত দখলদারকে নোটিস পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে স্কুলের উপর বুলডোজার চালিয়ে রেলের আধিকারিকরা ঠিক কাজ করেননি৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার ডিআরএম অফিসে স্মারকলিপি জমা দেয় তৃণমূল৷

আসালসোল সিটি বাস স্ট্যান্ড লাগোয়া যোগী বাবা মোড়ের কাছে ছিল বিবেকানন্দ স্কুলটি৷ কয়েকদিন আগে স্কুলের সমস্ত আসবাবপত্র নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার রাতে আরপিএফ ও রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রেলের কর্তারা বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় ওই স্কুলটি৷ ক্ষোভ প্রকাশ করে এলাকার মানুষ জানিয়েছেন, রেল কর্তৃপক্ষ কোনও অবৈধ বাড়ি ভাঙেনি, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপর বুলডোজার চালিয়েছে৷ বিজেপি সরকার পরিকল্পনা করে এমনটা করেছে, এই অভিযোগে এদিন স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ডিআরএম দফতরে পৌঁছন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা৷ সেখানে তাঁরা স্মারকলিপি জমা দেন৷

তৃণমূল নেতা গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, ‘এটা ঐতিহ্যবাহী স্কুল ছিল৷ রেল প্রশাসন সেটা ভেঙে গুঁড়িয়ে দিল৷ বিজেপি এর আগে কৃষকদের উপর বুলডোজার চালিয়েছে৷ এবার রেলকে দিয়ে ছাত্রছাত্রীদের উপর বুলডোজার চালানো হল৷ শুধু তাই নয়, সারা দেশের ৯৮টি স্কুলকে রেল নোটিস দিয়েছে৷’ যদিও আসানসোল রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক সুবলচন্দ্র মণ্ডলের দাবি, ওটা একটা কোয়ার্টার ছিল৷ কিন্তু ওই কোয়ার্টারের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভাঙা ছাড়া কোনও উপায় ছিল না৷

আরও পড়ুন: Dilip Ghosh: তৃণমূল নেতাদের পিছনে কুকুরের মতো পেট্রল ঢালার নিদান দিলীপের

RELATED ARTICLES

Most Popular