Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরসাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন বিজেপির যুব নেতা

সাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন বিজেপির যুব নেতা

Follow Us :

মালবাজার : রাজ্য জুড়ে দেখা দিয়েছে বিজেপিতে ভাঙন। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার পর এবার নাগরাকাটাতেও বিজেপির ভাঙন শুরু হল। সাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন বিজেপির যুব নেতা রমেশ শর্মা।

আরও পড়ুন : ভাঙন অব্যাহত, বিজেপি ছেড়ে তৃণমূলে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

দলীয় কোন্দলের জেরে সোমবার বিজেপি ছাড়লেন রমেশ শর্মা। বিজেপির জলপাইগুড়ি জেলার বিজেপির বিজেপির যুব মোর্চার নেতা ছিলেন রমেশ শর্মা। সোমবার নাগরাকাটায় এক সাংবাদিক বৈঠক করে দল ছাড়েন তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে রমেশ বলেন, পারিবারিক সমস্যার কারণে দোল ছাড়লেন তিনি। কিন্তু পরে তিনি জানান, দলীয় কোন্দলের কারণে বিজেপি ছাড়লেন তিনি। সূত্রের খবর, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপির জেলা নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের দূরত্ব বাড়ছিল। অনেক নেতারাও বিজেপির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন। এই কারণেই রমেশ শর্মা পদত্যাগ করলেন বলে মত রাজনৈতিক মহলের। যদিও বিজেপি জেলার সাধারণ সম্পাদক মনোজ ভুজেল এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

RELATED ARTICLES

Most Popular