Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরতিস্তার জলে মালবাজারে বাঁধে ভাঙন

তিস্তার জলে মালবাজারে বাঁধে ভাঙন

Follow Us :

জলপাইগুড়ি: তিস্তা নদীর জলস্ফীতিতে ভাঙল মালবাজার মহকুমার বাসুসুবার মাটির বাঁধ। তিস্তা,ধরলা,ও ডাঙ্গী নদীর মিলনস্থল চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বাসুসুবা বাঁধ। গত কয়েকদিনের পাহাড়ে এবং সমতলে প্রবল বৃষ্টির কারণে গতকাল রাতে তিনটি নদীর জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। ডাঙ্গী নদীর জল জলস্ফীতি হয়ে উত্তর বাসুসুবা এলাকায় বাঁধ ভেঙে যায়। নদীর জল উত্তর বাসুসুবা হয়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঢুকে যায়।

আরও পড়ুন: তোলা না পেয়ে লরিতে ভাঙচুর চালাল ট্রাফিক পুলিশ

চাপাডাঙ্গা এলাকায় তিস্তার জলে জলমগ্ন এলাকার মানুষদের উদ্ধারে এনডিআরএফ কর্মীদের নামানো হয়। নন্দনপুর বোয়ালমারিতে সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। তিস্তার বাঁধের তিস্তা নদী সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে।  বুধবার জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর কলোনীর বানভাসি এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ি সদরের বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা।  সেখানে আর্ত দুর্গতদের জন্য ত্রিপল,শুকনো খাবারের ব্যবস্থা করেন। বানভাসিরা জানান সারারাত ঘরের মধ্যেই কাটাতে হয়েছে।

আরও পড়ুন:  শিলিগুড়ির কাছে বালাসন সেতুতে বিপজ্জনক ফাটল, বন্ধ যান চলাচল

এদিন সকাল থেকে বেশ কিছু এলাকায় মানুষরা নিজেরাই বাঁধে উঠে আসে। তিস্তা নদীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বাড়ছে আতঙ্ক। গোটা পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি দুর্গতদের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular