Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরWeather Forecast: অকালবর্ষণে জেলায় জেলায় চাষিদের মাথায় হাত

Weather Forecast: অকালবর্ষণে জেলায় জেলায় চাষিদের মাথায় হাত

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়। বারবার আবহাওয়ার এরকম খামখেয়ালিপনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের চাষিরা। সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি। আকাশ ঘন কালো করে পশ্চিম মেদিনীপুর জেলাসহ মেদিনীপুর শহরেও প্রবল বৃষ্টি নামে। এর ফলে রাস্তাঘাট মুহূর্তের ফাঁকা হয়ে যায়। হাওড়াসহ কলকাতাতেও সকালে সন্ধের আঁধার নেমে আসে। গাড়ির হেডলাইট জ্বেলে যাতায়াত করতে হয় চালকদের।
এদিন সকাল থেকে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে জেলার উপকূল এলাকা দিঘা, মন্দারমণি, তাজপুর সহ পর্যটন কেন্দ্রগুলোয় সকাল থেকে অন্ধকার নেমে আসে। শুরু হয় বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। দিঘায় অল্প পর্যটক থাকলেও তাঁরা বেরতে সাহস পাননি। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাটে যান চলাচল করছে ধীরগতিতে। আলো জ্বালিয়ে রাস্তায় যেতে হচ্ছে, এতটাই অন্ধকার নেমে এসেছে।

আরও পড়ুন: Weather Forecast: সকালেই আকাশ কালো করে বৃষ্টি, সরস্বতী পুজোর মুখে মুখভার কচিকাঁচাদের

সকাল থেকেই অন্ধকার নেমে এসে মুষলধারে বৃষ্টি নামে নদিয়ার সর্বত্র। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা একেবারে নেমে গিয়েছে।


যদি বরষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। খনার বচনের এই ভবিষ্যদ্বাণী এখনকার দিনে আর খাটে না। সে কারণে এই অকালবর্ষণে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন রাজ্যের চাষিরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল যে বৃহস্পতিবার থেকেই রাজ্যে বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে। তবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ছিল প্রবল। সেইমতো পূর্ব বর্ধমান জেলাতে ভোররাত থেকে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। কয়েকদিন আগে নিম্নচাপের ধাক্কা সামলে উঠতে পারেননি পূর্ব বর্ধমানের চাষিরা। ফের এই বৃষ্টিপাতের ফলে চাষিদের মাথায় হাত পড়েছে। ব্যাপক ক্ষতির মুখে আলু ও সরষে চাষ। এই অকালবৃষ্টিতে চাষিদের ঘুম কেড়েছে।


একটানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হল মুর্শিদাবাদেও। পেঁয়াজ, রাই সরষে, মসুরি ডাল, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপিসহ বিভিন্ন শাকসবজির ক্ষতির আশঙ্কা। জেলা কৃষি দফতর জানাচ্ছে, ৯০ হাজার হেক্টর জমির মধ্যে ৪০ হাজার হেক্টর জমিতে ধান রয়েছে। এছাড়া ১ লক্ষ ১৬ হাজার হেক্টর জমিতে সরষে লাগানো রয়েছে। যেখানে মাত্র ৫ শতাংশ জমির সরষে তোলা হয়েছে। বৃষ্টির ফলে রাই সরষে নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে আলুরও ক্ষতি হবে বলে জানাচ্ছে কৃষি দফতর। জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। নিচু জমিতে জল জমে পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


শুক্রবার সকাল থেকে জলপাইগুড়িতে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত। বইছে হাওয়া। আগামিকাল সরস্বতী পুজো, তার আগে এদিনের বৃষ্টিতে শহরের স্বাভাবিক জনজীবন ব্যা হত হয়ে পড়েছে। আর বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ সকলের মধ্যে। এদিনের বৃষ্টির পর শনিবার আকাশ পরিষ্কার হয় কি না, সেদিকেই তাকিয়ে আছেন সকলে।

সরস্বতী পুজোর আগের দিন ভোর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। মন খারাপ পড়ুয়াদের। কুমোরটুলি থেকে প্রতিমা আনা থেকে পুজোর সমস্ত আয়োজন মাটি। যদি আগামীকালও এমন অঝোর ধারায় বৃষ্টি হয়, তবে পুজোর আনন্দটাই তো শেষ হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular