মুম্বই: দাম্পত্যের ২ বছর পার করলেন বি-টাউনের জনপ্রিয় জুটি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। ২০২২ সালের ১৪ এপ্রিল, এই দিনেই গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। দেখতে দেখতে ২ বছর দাম্পত্য জীবন অতিক্রম করলেন তাঁরা। সোমবার বিবাহবার্ষিকী উপলক্ষে একসঙ্গে সারাজীবন কাটানোর বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন আলিয়া।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে (Ranbir-Alia Wedding Anniversary) রণবীরের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন আলিয়া। লিখলেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটব। সেই ছবির সঙ্গে এক বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটিক ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তারকাদম্পতির বিবাহবার্ষিকীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, করিনা ও করিশ্মা সহ বি-টাউনের একরাশ তারকা।
View this post on Instagram
আরও পড়ুন: ভাইজানের সুরক্ষায় মোদি-শাহকে চিঠি সিনে সংগঠনের
উল্লেখ্য, রণবীর-আলিয়ার বিয়ের কয়েকমাসের মধ্যেই, ৬ নভেম্বর তারকা দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান রাহা। কিন্তু রাহার মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে গত বছর ২৫ ডিসেম্বর সকলের সমানে মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসেন তারকা দম্পতি। কিছুদিন আগেই জানা গেছে, আলিয়া-রণবীরের কন্যা (Ranbir-Alia Daughter) রাহাই (Raha Kapoor) এবার হতে চলেছে বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড’। মুম্বইয়ের বান্দ্রায় তৈরি হচ্ছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। বি-টাউন সূত্রে খবর, কাপুর দম্পতির এই বাড়ি তৈরি করতে খরচ হচ্ছে ২৫০ কোটি টাকা। সমস্ত কাজ শেষ হলে রণবীর-আলিয়া তাঁদের এই বাংলো মেয়ে রাহাকে উপহার হিসাবে দেবেন বলেই জানা যাচ্ছে। রাহা কাপুরের নামেই বাংলোর নামকরণ করা হবে। অর্থাৎ ছোট্ট রাহাই তখন হয়ে উঠবে বলিউডের কনিষ্ঠতম এবং ধনী স্টার কিড।
আরও খবর দেখুন