শুক্রবার মুক্তির দিনেই ভালো পারফর্ম করেছে রণবীর কপুর অভিনীত অ্যাকশন ড্রামা অ্যানিমাল। শনিবারও তার অন্যথা হল না। বক্স অফিস কালেকশনের যে তথ্য বেরিয়ে এসেছে তাতে অ্যানিমাল রণবীর কপুরের কেরিয়ারে সবচেয়ে দ্রুততম রান করা সিনেমা হতে চলেছে। ইতিমধ্যেই ১০০ কোটি পেরিয়ে গিয়েছে ছবিটি। একেবারে জম্পেশ প্রস্তুতি নিয়েই ছবিটি গোটা ভারতবর্ষজুড়ে অসাধারণ পারফর্ম করে চলেছে। আয়ের ট্রেন্ড বলছে দেশীয় ব্যবসা অনুযায়ী, অ্যানিমাল প্রথম তিন দিনে সহজেই ১৫০ কোটির ঘরে প্রবেশ করবে।
রণবীরের প্রথম পোস্টার লঞ্চ হওয়ার দিন থেকেই সকলে মুখিয়ে ছিলেন কেমন হবে এই ছবি। এমন বিভৎস্য চেহারা। সত্যিই কি অ্যানিমাল এতটাই যন্ত্রণার হবে? প্রশ্ন উঠেছিল ভক্তমহলে চলতি বছর শাহরুখের মুক্তিপ্রাপ্ত ছবি সবচেয়ে বেশি আয় করেছে বলিউডে। এবার রণবীরও সেই তালিকায় ঢুকে পড়লেন। হইহই করে ছুটছে তাঁর সিনেমার আয়।
আরও পড়ুন: রক্তে রাঙা আকাশ
অ্যানিমাল ভিকি কৌশল অভিনীত ছবি স্যাম বাহাদুরের সঙ্গেই মুক্তি পেয়েছে। যা ভারতে মাত্র ৫.৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে এখনও পর্যন্ত। মনে করা হচ্ছে অ্যানিমালই হয়তো শেষ পর্যন্ত আয়ের নিরীখে স্যাম বাহাদুরকে পরাস্ত করবে।
দেখুন আরও খবর: