তবে ঐশ্বর্যের জন্মদিনে (Aishwrya Rai Bacchan) একটি খবর এখন রীতিমতো চর্চার বিষয়। ঐশ্বর্যর ৫০ বছরের জন্মদিন (Birthday) বচ্চন পরিবার ধুমধাম করে পালন করবে, এমনটাই আশা করেছিলেন তাঁর ফ্যানরা। কিন্তু সে গুড়ে বালি। কিছুই হল না, এমনকী জন্মদিন ঐশ্বর্য পরিবারের সঙ্গেও কাটালেনও না। প্রশ্ন উঠেছে তবে কি ঐশ্বর্যার সঙ্গে আর আগের মতো মধুর সম্পর্ক নেই তাঁর শ্বশুরবাড়ির? নাকি শাশুড়ি মা জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে তিক্ততা চরম পর্যায় পৌঁছেছে? ৫০ বছরের জন্মদিনে বচ্চন পরিবারের নিশ্চুপ থাকার ঘটনা ঐশ্বর্যর সঙ্গে তাঁদের দূরত্বের রটনাকে আরও জোরাল করছে।
আরও পড়ুন: শোভনের ‘রহস্যময়ী’ নারী সোহিনী! প্রেম করছেন তাঁরা?
এদিকে স্বামী অভিষেক বচ্চন একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। কিন্তু ক্যাপশনে কোনও অতিরঞ্জিত বিষয় নেই স্রেফ ‘শুভ জন্মদিন’। তা দেখেই পাকছে জল্পনা। পরিবার ছাড়া শুধু মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়েই জন্মদিন পালন করলেন বলিউডের ‘পারো’?
দেখুন আরও খবর: