সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, পরম-পিয়া-অনুপম। এরই মাঝে অনুপমকে নিজের সিনেমার ডায়ালগ বলে শান্তনা দিলেন অভিনেতা চিরঞ্জিত। মধ্যমগ্রামের খাদি মেলার উদ্বোধনে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ওঠে পরমপিয়া প্রসঙ্গও। অনুপম রায়কে নিয়ে চারিদিকে নানা আলোচনা হচ্ছে। তা শুনেই তিনি বলেন,বউ হারালে বউ পাওয়া যায় রে…’।
আরও পড়ুন: ১০০ কোটি পার অ্যানিমালের
তিনি আরও বলেন, ‘এখন চারিদিকে দেখছি, বউ হারাচ্ছে আর পাচ্ছে। তাই আদিপরুষের ডায়লগ বলে দিয়েছি সেটাই আবার রিপিট করলাম। বহু বছর ধরে সেই কথাটাই হিট।’
দেখুন আরও খবর: