skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeবিনোদনভাইজানের বাড়িতে মুখ্যমন্ত্রী শিন্ডে, কী কথা হল?
Eknath Shinde Meets Salman Khan

ভাইজানের বাড়িতে মুখ্যমন্ত্রী শিন্ডে, কী কথা হল?

মঙ্গলবার বিকেলে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

Follow Us :

মুম্বই: মঙ্গলবারই সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার (2 Accused Arrested) করেছে মুম্বইয়ের অপরাধ দমন শাখা (Mumbai Crime Branch)। মুম্বই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতদের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। পুলিশ সূত্রে খবর, দুই যুবকই বিহারের চম্পারণের। দু’জনই শুটার হিসাবে কুখ্যাত বলেও খবর। তাঁদের বিরুদ্ধে হার ছিনতাই, চুরির মত একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৪)

গুলি চালানোর ঘটনায় ধৃতদের গ্রেফতারীর পরেই মঙ্গলবার বিকেলে সলমনের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। পাশপাশি সলমন-সহ তাঁর গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মর্মে মুম্বই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

আরও পড়ুন: ছেলে অকায়কে নিয়ে দেশে ফিরলেন অনুষ্কা

উল্লেখ্য, এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে একাধিকবার। এমনকী গত বছর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র তরফে জানানো হয়োছিল যে, মিস্টার খান ১০টি গ্যাংয়ের লক্ষ্যের তালিকায় শীর্ষে আছেন। যার মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নামও। প্রাণনাশের হুমকির কারণেই বিগত কয়েক মাস ধরে নিরাপত্তা বেড়েছে ভাইজানের। বদলে ফেলা হয়েছে তাঁর গাড়িও। যদিও গত রবিবারের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সলমন কোনও মন্তব্য করেননি সলমন। সোমবার কাজেও বেরিয়েছিলেন তিনি। যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন অভিনেতা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular