কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কুমার সাহানি (Kumar Shahani)। জানা যাচ্ছে, শনিবার রাতে কলকাতাতেই জীবনাবসান হয়েছে তাঁর। তাঁকে ভারতের আর্ট হাউস ছবির পথিকৃৎ বলা হয়। ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্র ছিলেন কুমার। গতকাল রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
‘মায়া দর্পন’, ‘তরঙ্গ’-এর মতো অন্যধারার ছবির পরিচালনা করে জনপ্রিয় হয়েছিলেন সাহানি। পুণে ফিল্ম ইনস্টিটিউট (FTII) থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এখানেই তাঁর শিক্ষক ছিলেন ঋত্বিক ঘটক। পরে তিনি ফ্রান্সে পড়াশোনার জন্য ফরাসি সরকারের বৃত্তি লাভ করেন। এরপর তিনি সেখানেই চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। ১৯৭২ সালে নিজের প্রথম বড় দৈর্ঘ্যের ছবি ‘মায়া দর্পণ’ নির্মাণের জন্য দেশে ফিরে আসেন কুমার। খেয়াল গাথা’, ‘কসবা’. ‘চার অধ্যায়’ কুমার সাহানি পরিচালিত অন্যতম ছবি।
আরও পড়ুন: স্রষ্টার জন্য ধন্যবাদ, বাবলির জন্য খোলা চিঠি শুভশ্রীর
তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন কুমার সাহানি। ১৯৮৩ সালে ‘তরঙ্গ’ ছবির জন্য তিনি প্রথমবার জাতীয় পুরস্কার পান। তারপর ১৯৭২ সালে ‘মায়া দর্পণ’ ছবির জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার ও ১৯৯১ সালে সেরা আত্মজীবনীমূলক ওড়িশি ছবি ‘ভাবন্তরণ’-এর জন্যও জাকীয় পুরস্কার পেয়েছিলেন পরিচালক। ‘মায়া দর্পণ’, ‘খেয়াল গাথা’, ‘কসবা’-র জন্য ৩ বার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
আরও খবর দেখুন