Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনJayati Chakraborty | Song | Controversy | 'জয়তীদি ভুল বুঝতে পেরে ক্ষমা...

Jayati Chakraborty | Song | Controversy | ‘জয়তীদি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন…. কিন্তু’

Follow Us :

কলকাতা: টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়িকা জয়তী চক্রবর্তীর গাওয়া একটি গান নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় জয়তীর একটি পোস্ট এই বিতর্কের সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেছেন যে তাঁকে না জানিয়ে সিরিজ থেকে তার গাওয়া গান বাদ দেওয়া হয়েছে। ফেসবুকে তিনি লিখেছেন,”ইন্দুবালা ভাতের হোটেলে আমার একটি গান ‘আমি একা চিনি’  থাকার কথা। অনেক আশা নিয়ে দেখতে বসে আমার কন্ঠের গানটি দেখলাম নেই।”
এই সিরিজের সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় কলকাতা টিভিকে জানান যে কয়েকদিন আগে জয়তীদের সঙ্গে ফোনে কথা হলে তিনি আমাকে বলেন,’তোর কাছ থেকে এটা আমি আশা করিনি।’

আরও পড়ুন: Amanda Bynes | Roaming on the Street Naked | বিবস্ত্র হয়ে ব্যস্ত রাস্তায় হলিউড অভিনেত্রী! 

অমিত আরো জানান যে এই সিরিজের গল্পটি একটু মিউজিক্যাল ওয়েতে বলা হয়েছে। ইন্দুবালার তিনটি বয়সকে এখানে ধরা হয়েছে। সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য জয়তীদির গানটিকে পরিণত বয়সের সঙ্গেই ব্যাকগ্রাউন্ড সং হিসেবে ব্যবহার করবেন বলে ঠিক করেছেন। অমিতের কথায় ‘গানটি বাদ দেওয়া হয়েছে এটা জয়তীদি কোথা থেকে জানতে পেরেছেন আমি জানি না!’ সংগীত পরিচালক জানান,’এরপর জয়তীদি আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যদিও এখনো পোস্টটি ডিলিট করেননি’।

পরিচালক দেবালয় ভট্টাচার্য ফোনে জানান যে এখনো পর্যন্ত চারটি এপিসোড দেখানো হয়েছে। আগামী ২৪ তারিখ বাকি চারটি এপিসোড দেখানো শুরু হবে। এই সিরিজে জয়তী চক্রবর্তী ছাড়াও আরো অনেকে গান গেয়েছেন। মোট দশটি গান আছে। ইতিমধ্যে বেশিরভাগ গান বিভিন্ন এপিসোডে এসছে।গান গেয়েছেন অমিত চট্টোপাধ্যায়ের স্ত্রী ইক্সিতাও। বাকি রয়েছে দুটি গান একটি জয়তী চক্রবর্তীর এবং অন্যটি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের।


দেবালয়ের কথা অনুযায়ী দু-একদিনের মধ্যেই এই ওয়েব সিরিজের সবকটি গান ইউটিউবে প্রকাশিত হবে। সেখানে জয়তী চক্রবর্তীর গানও থাকছে। দেবালয়ের প্রশ্ন, ‘তাহলে জয়তীদির গান বাদ দেওয়া হয়েছে এই দোষারোপ কেন তিনি করলেন! একবার তো উনি জিজ্ঞাসা করতে পারতেন!’
সোশ্যাল মিডিয়ায় গায়িকার এই পোস্টের জন্য পরিচালক এবং সংগীত পরিচালককে নেটিজেনদের নানান বাঁকা মন্তব্য শুনতে হয়েছে।
তা সত্ত্বেও সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় এর মতে,’জয়তীদির সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি। ভবিষ্যতেও কাজ করতে অসুবিধা হবে বলে মনে হয় না’।
যার পোস্ট নিয়ে এত বিতর্ক সেই গায়িকা জয়তী চক্রবর্তীকে ফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি।

RELATED ARTICLES

Most Popular