Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলAdenovirus | বি সি রায় হাসপাতালে ছয় শিশুর মৃত্যু

Adenovirus | বি সি রায় হাসপাতালে ছয় শিশুর মৃত্যু

Follow Us :

কলকাতা: মঙ্গলবার রাত ন’টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত বি সি রায় শিশু হাসপাতালে (B.C Roy Child Hospital) ছয় শিশুর (Child) মৃত্যু হয়েছে। উপসর্গ ছিল জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও খিচুনি।

নদীয়া রানাঘাটের বাসিন্দা নয় মাসের মৃত শিশুর পরিবারের দাবি, তাঁদের শিশু অ্যডিনো ভাইরাসরে (Adenovirus) আক্রান্ত ছিল। ৫ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার রাত ১টা নাগাদ তার মৃত্যু হয়েছে। এদিকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা ২১ মাসের শিশুকন্যার মৃত্যু হয়েছে। শিশুর পরিবার জনিয়েছে, জ্বর, শ্বাসকষ্ট অবস্তাতে তাকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে  গত ১৫ মার্চ বি সি রায় হাসপাতালে রেফার করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। 

আরও পড়ুন: Aadhaar Card Link | আধার-ভোটার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্র, জেনে নিন তারিখ  

মিনাখাঁর বাসিন্দা ১১ মাসের শিশু পুত্র জ্বর,শ্বাসকষ্টতে ভুগছিল। শিশুটির পরিবার তাকে নার্সিং হোমে ভর্তি করে, চিকিৎসকরা জানান, শিশুটি নিউমোনিয়াতে আক্রান্ত। তাকেও বিসি রায় হাসপাতালে রেফার করা হয়। আজ সকালে শিশুটির মৃত্যু হয়েছে। বনগাঁ চাঁদপাড়ার বাসিন্দা সাড়ে চার মাসের শিশু কন্যাটির জন্মের পর থেকেই জ্বর,শ্বাসকষ্টের সমস্যা ঠিক হচ্ছিল না। বিগত ৬ দিন ধরে সে আইসিইউতে ছিল। আজ তার  মৃত্যু হয়। সন্দেশখালির বাসিন্দা দেড় বছরের শিশুপুত্রটির প্রায় একই অবস্থা, সেও ৬ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গতকাল রাতে তার মৃত্যু হয়েছে।  উত্তর ২৪ পরগনার বড় জাগুলিয়ার বাসিন্দা তিন বছরের শিশুপুত্রটি  মৃত্যু অ্যডিনো ভাইরাসে আক্রান্ত হয়েই হয়েছে বলে তার পরিবার দাবি করে ।

বিসি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল চিকিৎসক ডিকে পাল জানিয়েছেন, ৫০০ বেডের হাসপাতালটিতে চল্লিশের বেশি শিশু ক্রিটিকাল কেয়ারে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। তার মধ্যে বেশ কিছু শিশু অনেকদিন ধরে অ্যাডিনোতে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছে। এর মধ্যে থেকে কিছু শিশুর মৃত্যু হচ্ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular