Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকRupert Murdoch | ৯২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুপার্ট মার্ডক

Rupert Murdoch | ৯২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুপার্ট মার্ডক

Follow Us :

নিউইয়র্ক: তাঁর বিয়ের খবরে মাঝে মধ্যেই সংবাদ জগতে আলোড়ন পড়ে। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক (Rupert Murdoch Australian-Born Media Mogul )। এটি তাঁর পঞ্চম বিয়ে। সব ঠিক থাকলে ৯২ বছর বয়সে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ইতিমধ্যে বাগদান সেরে ফেলেছেন তিনি। তাঁর পাত্রীর নাম অ্যান লেসলি স্মিথ (Ann Lesley Smith)(৬৬)। মার্ডক জানিয়েছেন, প্রথম দিকে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি জানতাম এটা আমার শেষ ভালোবাসা। 

অ্যান লেসলি স্মিথ এর আগে গায়ক চেস্টার স্মিথকে বিয়ে করেছিলেন। রেডিও ও টিভি এগজিকিউটিভ (Radio and TV Executive) ছিলেন তাঁর স্বামী। ২০০৮ সালে তাঁর মৃত্যু হয়। স্মিথ বলেন, আমাদের জন্য এটা ভগবানের উপহার। গত সেপ্টেম্বরে আমরা দেখা করি। আমি ১৪ বছরের বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় কাগজের জন্য কাজ করতেন। রেডিও ও টিভি স্টেশন তৈরি করেছিলেন। সুতরাং আমি রূপার্টের ভাষায় কথা বলি। আমাদের একই বিশ্বাসও রয়েছে। গত গ্রীষ্মে ওরা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁরা সময় ব্যয় করেছে ক্যালিফোর্নিয়া, ইউকে, মন্টানা ও নিউইয়র্কে। মার্ডক বলেন, আমরা জীবনের শেষ অংশটি একসঙ্গে কাটাতে চেয়েছি। 

আরও পড়ুন: US | Russia | Air India | মার্কিন আকাশে এয়ার ইন্ডিয়া সহ বিদেশি বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারির চেষ্টা চলছে!

মার্ডকের প্রথম তিনটি বিয়েতে ছয়টি সন্তান (Murdoch has six children )রয়েছে। তিনি মিস হলের সঙ্গে ছয় বছর বিবাহ বন্ধনে ছিলেন। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ওয়েন্ডি ডেঙের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। আন্না মারিয়া টর্ভের সঙ্গে ১৯৬৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিয়ের বন্ধনে ছিলেন। প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে ছিলেন ১৯৫৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত। ফোর্বস অনুযায়ী, নিউজ কর্পোরেশনের সিইও ও চেয়ারম্যান ১৭ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। তাঁর মালিকানাধীন হল ফক্স নিউজ, দ্য ওয়ালস্ট্রিট জার্নাল  (Fox News, the Wall Street Journal )ও আরও বেশ কিছু মিডিয়া সারা বিশ্ব জুড়ে। সংবাদমাধ্যমকে অ্যান বলেন, ‘আগের স্বামী এবং রুপার্ট দুজনই ব্যবসায়ী। তাই আমি রুপার্টের মনের কথাগুলো সহজেই পড়তে পারি।’ রুপার্ট মারডক ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন । বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি।

 

RELATED ARTICLES

Most Popular