মুম্বই: না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় গজল শিল্পী পঙ্কজ উধাস (Pankaj Udhas Passes Away)। ৭২ বছর বয়সেই অনন্তলোকে পাড়ি দিলেন শিল্পী। পদ্মসম্মানপ্রাপ্ত বর্ষীয়ান শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকেই। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
পঙ্কজ উধাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন শিল্পী। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে তাঁর ক্যানসার ধরা পড়েছিল, তখন থেকেই কারও সঙ্গে দেখা করছিলেন না তিনি।
আরও পড়ুন: লাইভ কনসার্টে টপ খুলে অরিজিতের দিকে ছুড়লেন এক মহিলা
আশির দশককের সঙ্গীতমহল মুগ্ধ করেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’-র মতো গজল অনুরাগীদের মনের রসদ জোগাতো । ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও তৈরি করেছিলেন তিনি। পঙ্কজের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতজগতে। শিল্পীর পরিবার সূত্রে খবর, আগামীকাল ২৭ ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও খবর দেখুন