কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন মার্ভেল খ্যাত অভিনেতা কেনেথ মিচেল (Kenneth Mitchell Passes Away)। ‘স্টার ট্রেক: ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। মাত্র ৪৯ বছর বয়সেই শেষ হল জীবনের পথচলা। রবিবার রাতে পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে অভিনেতার মৃত্যু সংবাদ জানানো হয়েছে।
KENNETH A. MITCHELL
25.11.1974 ~ 24.02.2024With heavy hearts we announce the passing of Kenneth Alexander Mitchell, beloved father, husband, brother, uncle, son and dear friend. pic.twitter.com/CdknbeFWQm
— Kenneth Mitchell (@MrKenMitchell) February 25, 2024
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
জানা যাচ্ছে, অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (ALS) নামে ভয়াবহ স্নায়ুর রোগে আক্রান্ত ছিলেন অভিনেতা। চিকিৎসাবিজ্ঞান অনুসারে, এই রোগটি শারীরিক অক্ষমতা সৃষ্টি করে। ধীরে ধীরে এই রোগে শরীরের নার্ভের কোষগুলি নষ্ট হতে শুরু হল। ধীরে ধীরে রোগির হাঁটা চলা এবং শ্বাস প্রশ্বাসের অক্ষমতার সঙ্গে বাড়তে থাকে। অবশেষে রোগীর মৃত্যু হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে ভয়াবহ এই স্নায়ুর রোগেই ভুগছিলেন মিচেল।
আরও পড়ুন: লাইভ কনসার্টে টপ খুলে অরিজিতের দিকে ছুড়লেন এক মহিলা
২০০৪ সালের একটি স্পোর্টস ঘরানার ছবি ‘মির্যাক্ল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন মিচেল। ৫০টির বেশি সিনেমা ও টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক: ডিসকভারি’-তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।
আরও খবর দেখুন