ঝাড়খণ্ড: কাছের মানুষকে হারালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেতার বোন সবিতা। ভয়ঙ্কর দুর্ঘটনাটি শনিবার বিকেল চারটে নাগাদ বিহারের জিটি রোডের কাছে ঘটেছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)
জানা গিয়েছে, শনিবার বিকেলে বিহারের গোপালগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আসছিলেন পঙ্কজের বোন এবং তাঁর স্বামী। রাকেশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের (Delhi-Kolkata National Highway-2) উপর আচমকা গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে।
আরও পড়ুন: অর্ণ-অনির্বাণের হাত ধরে ‘ওথেলো’ এবার পর্দায় ‘অথৈ’
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সবিতা এবং রাকেশকে করে নিয়ে যাওয়া হয় ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সূত্রের খবর পা ভেঙে গিয়েছে পঙ্কজের বোন সবিতার। আশঙ্কাজনক অবস্থাতেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।
আরও খবর দেখুন