Placeholder canvas
Homeবিনোদনআজ গোধূলি লগ্নে বিয়ে পরমব্রত-পিয়ার

আজ গোধূলি লগ্নে বিয়ে পরমব্রত-পিয়ার

Follow Us :

সোমবার অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। হ্যাঁ একদম ঠিক ধরেছেন। আমি বলছি পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা। আজই গোধূলি লগ্নে বিয়ে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর । কয়েকমাস ধরেই চলছিল জল্পনা। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীয় পিয়ার সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন পরম। সেই খবরেরই এবার সিলমোহর। মাথায় টোপর উঠতে চলেছে পরমব্রতর। শোনা গিয়েছে, ২০২১ সালে পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই নাকি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটে। যদিও সে প্রসঙ্গে কোনও দিন খোলাখুলি কথা বলেননি কেউই। তবে বিয়েতে কারা নিমন্ত্রিত থাকছেন? শোনা যাচ্ছে, এই বিয়েতে খুব বেশি জন নেই বর-কনের নিমন্ত্রিতদের তালিকায়।

দেখুন আরও পড়ুন: 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments