Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগোসাবায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, ধৃত ৮

গোসাবায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, ধৃত ৮

নিম্নমানের সামগ্রীতে রাস্তা তৈরির প্রতিবাদ, গোষ্ঠীকোন্দলের দিকে আঙুল

Follow Us :

গোসাবা: জয়নগরের পর এবার গোসাবা (Gosaba)। পথশ্রীর রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অশান্তি দক্ষিন ২৪ পরগনার গোসাবার রাধানগর এলাকায়। তৃণমূলের বুথ সভাপতি মুছাক আলি মোল্লাকে সোমবার পিটিয়ে খুন করা হয়েছে। রাস্তা কেন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুছাক। সোমবার সকালে তাঁকে লাঠি, রড দিয়ে পেটানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মুছাককে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিকেলে তিনি মারা যান। অভিযোগ, দলেরই একটি গোষ্ঠী তাঁকে পিটিয়ে মারে। ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস জানান ওই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা চলছে। 

কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সইফুদ্দিন নামে এক তৃণমূল নেতা খুন হন। তার প্রতিবাদে কয়েক কিমি দূরে দলুইখাকি গ্রামে জনতা বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। অনেক সিপিএম কর্মীকে মারধর করা হয়। উত্তেজিত জনতা তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে পিটিয়ে মেরে ফেলে। তৃণমূলের অভিযোগ, সইফুদ্দিন খুনে জড়িত সিপিএম। যদিও সিপিএমের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণেই সইফুদ্দিন খুন হয়েছেন। তার সঙ্গে সিপিএমের কোনও সম্পর্ক নেই। তার দুদিন পরেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান গুলিতে খুন হন। মৃতের বাবার অভিযোগ, তৃণমূলেরই অন্য গোষ্ঠীর হাতে খুন হয়েছে তাঁর ছেলে।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর

জেলা পরিষদের উপাধ্যক্ষ এবং গোসাবা ব্লক তৃণমূলের সহ সভাপতি অনিমেষ মণ্ডল বলেন, গোসাবার রাধানগর এলাকায় পথশ্রী প্রকল্পের একটি অসমাপ্ত কাজ চলছিল। সেই কাজটি দেখার জন্য আমাদের বুথ সভাপতি মুছাক  আলি মোল্লা গিয়েছিলেন।, সেই কাজের সাব কনট্রাক্টর বাকিবুল মোল্লা এবং অন্যদের তিনি প্রশ্ন করেন, কেন খারাপ মানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। এতেই অনেকে মুছাকের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে লাঠি, রড দিয়ে মারা হয়। অনিমেষের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগেও মুছাককে খুন করার চেষ্টা হয়েছিল। তিনি বলেন, গোসাবাকে আবার অশান্ত করার চক্রান্ত শুরু হল। পুলিশ প্রশাসনের সবাই জানে, এই ঘটনার পিছনে কারা আছে। তাদের গ্রেফতার করা না হলে গোসাবায় আগামিদিনে হিংসা আরও বাড়বে। 

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | ডোমজুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার
02:07
Video thumbnail
Kapil Sibal | সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে বড় জয় কপিল সিব্বালের, চতুর্থবার সভাপতি পদে
01:03
Video thumbnail
Purba Medinipur | পূর্ব মেদিনীপুরে সিবিআই, কাঁথিতে ভোটের আগেই দুই তৃণমূল নেতার বাড়িতে হানা
04:11
Video thumbnail
Patharpratima | বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড পাথরপ্রতিমায়
02:10
Video thumbnail
Sitalkuchi | ফের উত্তপ্ত শীতলকুচি, পঞ্চায়েত প্রধানকে লক্ষ করে 'গু*লি'
04:33
Video thumbnail
I.N.D.I.A Alliance | জোট নিয়ে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? বাংলায় TMC বিরুদ্ধে লড়াই বাম-কংগ্রেসের
02:36
Video thumbnail
Abhishek Banerjee | ভোটপ্রচারে আজ জোড়া সভা অভিষেকের, হুগলিতে রচনা ব্যানার্জির সমর্থনে সভা
01:06
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | সাজদা আহমেদ পরিযায়ী পাখি: অরুণোদয় পাল চৌধুরী, পাল্টা কী বললেন তৃণমূল প্রার্থী
08:45
Video thumbnail
CBI | সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই, ভোট পরবর্তী হিংসার অভিযোগে হানা
00:47
Video thumbnail
Purba Medinipur | CBI-র নজরে পূর্ব মেদিনীপুরের ২ TMC নেতা, মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই
01:20