skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeবিনোদনবরুণ বিশ্বাসের গ্রামে আলোর দিশা হলেন বাসবদত্তা!
Shaktirupenn

বরুণ বিশ্বাসের গ্রামে আলোর দিশা হলেন বাসবদত্তা!

ওটিটিতে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

Follow Us :

কলকাতা: ওটিটিতে পা রাখলেন বাংলা ছবি ও ধারাবাহিকের দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম (Klikk OTT Platform)-এ মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ‘শক্তিরূপেণ’ (Shaktirupenn)। এখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজে বাসবদত্তার চরিত্রের নাম দময়ন্তী। এই সিরিজের গল্পের প্রেক্ষাপট কলকাতা থেকে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত সুটিয়া গ্রাম। বরুণ বিশ্বাসের গ্রাম বলেই এটি বিশেষ পরিচিত। এই গ্রামেই একটার পর একটা ধর্ষণের প্রতিবাদী রূপে দেখা মিলল বাসবদত্তাকে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৭)

বাসবদত্তার সঙ্গে এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেল  রেজওয়ান, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল ,অঙ্কুর রায়, রানা মুখোপাধ্যায়, সৌমেন দত্তকে। সিরিজের সিনেমাটোগ্রাফির দায়িত্বে সামলেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। সত্যঘটনা অবলম্বনে ‘শক্তিরূপেণ’-র চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার (Amlan Majumdar)। সুরজিৎ মুখোপাধ্যায় (Surajit Mukherjee)-এর পরিচালনায় তৈরি হয়েছে এই সিরিজ।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular