কলকাতা: নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর
ছবি ‘আমার বস’ (Amar Boss)-এর শুটিং শেষ করলেন রাখি গুলজার (Rakhee Gulzar)। অভিনেত্রীকে জড়িয়ে আবেগে ভাসলেন পরিচালক জুটি।
কয়েকদিন ধরেই কলকাতার নানা জায়গায় রাখি গুলজারকে নিয়ে ছবির শুটিং করছিলেন নন্দিতা ও শিবপ্রসাদ। ৫ জানুয়ারি ‘আমার বস’ ছবির শুটিং শুরুর আগের দিন বেশ কিছুটা সময় উইন্ডোজ (Windows Production)-এর অফিসে কাটিয়েছিলেন অভিনেত্রী। ভিক্টোরিয়ার সামনে ছবির টিমের সাথে ফুচকা খেতেও দেখা গিয়েছিল তাঁকে। বৃহস্পতিবার শেষ দিনের শুটিং সারলেন অভিনেত্রী। রাখির শেষ দৃশ্যের শুটে আবেগে ভাসলেন নন্দিতা ও শিবপ্রসাদ। দৃশ্য ক্যামেরা বন্দি হতেই রাখিকে জড়িয়ে ধরলেন পরিচালক জুটি। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বিদ্যুতের নতুন ছবিতে রুক্মিণী সঙ্গে নোরা
প্রসঙ্গত, বহুবছর পর বাংলা ছবিতে কাজ করছেন রাখি গুলজার। এর আগে তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এবারে নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন তিনি।
আরও খবর দেখুন