ইম্ফলে সাতপাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা এবং লিন লেইশরাম। একেবারে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে তাঁদের। বিয়ের মণ্ডপ থেকেই একটি ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। অভিনেতাকে একেবারে পাক্কা মণিপুরী পাত্র দেখাচ্ছে, তেমনই আবার লিনকেও বিয়ের সাজে দেখাচ্ছে অনবদ্য। তাঁদের বিয়ে প্রসঙ্গে একটি বিবৃতিতে লেখা হয়েছে, মহাভারতে রয়েছে যেভাবে অর্জুন মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, আমরাও আমাদের পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ নিয়ে বিয়ে করছি। আমরা অপরিমেয় আনন্দে পরিপূর্ণ জীবন উপভোগ করতে চাই।
দেখুন আরও খবর: