Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনKantara Prequel: ১৬ কোটির ছবি আয় করেছে ৪০০ কোটি, তৈরি হচ্ছে প্রিক্যুয়েল

Kantara Prequel: ১৬ কোটির ছবি আয় করেছে ৪০০ কোটি, তৈরি হচ্ছে প্রিক্যুয়েল

Follow Us :

বক্স অফিস সাফল্যের পাশাপাশি জনপ্রিয় কন্নড় ভাষার ছবি ‘কানতারা’ (Kantara) দর্শক-সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ছবির এই সাফল্যের পর থেকেই ‘কানতারা’র প্রিক্যুয়াল নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও ছবির সঙ্গে সংশ্লিষ্ট কেউই এযাবৎকাল তা নিয়ে মুখ খোলেননি। এবার ছবিটির পরিচালক ঋশভ শেঠি (Director Rishab Shetty) ছবির সিক্যুয়াল নির্মাণের কথা সংবাদ মাধ্যমে ঘোষণা করলেন। ইতিমধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে। এই সাফল্য উপলক্ষে ছবির পরিচালক- অভিনেতা বেঙ্গালুরুতে একটি পার্টির আয়োজন করেছিলেন। যদিও এই দ্বিতীয় পার্টকে প্রথমপার্ট অর্থাৎ প্রিকুয়্যেল (Prequel) বলছেন নির্মাতারা। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
 ভারতের দক্ষিণী সিনেমা ‘কানতারা’ দর্শকদের কাছ থেকে তুমুল ভালোবাসা কুড়িয়েছে। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ধানুশ এবং রানা দাগ্গুবতিসহ অনেক অভিনেতা ছবিটি নিয়ে ইতিবাচক কথা বলেছেন। সেই সঙ্গে ছবির পুরো টিমের প্রশংসাও করেছেন।

আরও পড়ুন: Nora Fatehi Birthday Yacht Party: প্রমোদতরীতে নোরার নাচ

পৌরাণিক কাহিনী নির্ভর একের পর এক মুক্তি পাওয়া নাটক চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া পৌরাণিক কাহিনীভিত্তিক এই ‘কানতারা’ ছবি। ছবিটি এরই মধ্যে দর্শকদের মন জয় করছে।ভারতের সাউথ বক্স ইন্ডাস্ট্রিতে শুধু দর্শকই নয়, চলচ্চিত্র সমালোচকরাও এই ছবিটিকে ব্লকবাস্টার সিনেমা বলে অভিহিত করেছেন। এই ছবির ক্রেজ শুধু দক্ষিণ ইন্ডাস্ট্রিতেই নয়, হিন্দি ভাষাতেও বাড়বে বলে আশা করা হচ্ছে। ‘কানতারা’ ছবিটি নিয়ে দর্শকরা দারুণ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় এই ছবির দর্শকরা ছবিটিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশংসাসূচক লেখালেখিও করছেন।কানতারা ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির খ্যাতিমান অভিনেতা ঋষভ শেঠি। ঋষভ শেঠি নিজেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিটি প্রযোজনা করেছে সুপারহিট কেজিএফ ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হোম্বালে ফিল্মসের নির্মাতারা।

প্রথমবারের মতো কানতারা একমাত্র দক্ষিণী চলচ্চিত্র যা কন্নড় ভাষায় ডাবিং ছাড়াই মুক্তি পেয়েছে। কম স্ক্রিনে মুক্তি পেলেও, কানতারা বক্স অফিসে অসাধারণ সাড়া পাচ্ছে। ছবিটি এখন পর্যন্ত ভারতে ৪২.৯০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৫৫ কোটি রুপি আয় করেছে। দক্ষিণ বক্স অফিসে ব্যাপক সাড়া পাওয়ার পর, এখন হিন্দি ভাষায় এই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে কানতারা ছবির নির্মাতা প্রতিষ্ঠান।কানতারা সিনেমার ‘কানতারা’ শব্দের অর্থ ঘন জঙ্গল। ছবিটি ‘ভূত কোলা’ নামের একটি আচারের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ছবির গল্প পাঞ্জুরলি নামের এক দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ছবিতে জঙ্গলে বসবাসকারী গ্রামবাসীরা দেবতা পাঞ্জুরলির উপাসনা করতে দেখা গেছে।

যা দেখতে শূকরের মতো একটি প্রাণী। ছবিটির গল্পে দেখানো হয়েছে কিভাবে একজন রাজা তার প্রাসাদে দেবতার আকারে একটি বিশাল পাথর রাখতে চেয়েছিলেন এবং তা প্রাসাদে আনতে অনেক লোকের প্রয়োজন ছিল।

গ্রামবাসীরা রাজার সাহায্যের বিনিময়ে তাদের কিছু জমি দেওয়ার শর্ত দিল। রাজা এই শর্ত মেনে নিলেন। কিন্তু বহু বছর পর এখন এই জমি ফিরিয়ে নিতে চায় রাজার বংশধররা। এই জমি নিজেই একটি বড় সমস্যা থেকে যায়। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
 এ বিষয়ে ঋষভ শেঠি বলেন, ‘‘আপনারা যা দেখেছেন আসলে তা পার্ট-টু, আগামী বছর আসছে পার্ট-১। আমি যখন ‘কানতারা’ সিনেমার শুটিং করছিলাম, ওই সময়ে এই ভাবনাটা মাথায় এসেছে। কারণ কানতারার আরো গভীর ইতিহাস রয়েছে। আমরা কাজটি নিয়ে গবেষণা করছি, এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছি। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের বিষয়ে বিস্তারিত জানাব।’’
‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে তা দেখিয়েছেন পরিচালক। হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Turning Point | ছাত্র-ছাত্রীদের হতাশা কমাতে নয়া উদ্যোগ, বাজারে এল 'টার্নিং পয়েন্ট' অ্যাপ
02:11
Video thumbnail
Arjun Singh | 'সন্দেশখালিকাণ্ডে পার্থ ভৌমিকের যোগ রয়েছে', এক্স হ্যান্ডলে অভিযোগ অর্জুন সিংয়ের
02:27
Video thumbnail
Sandeshkhali | কে এই আবু তালেব? কীভাবে উত্থান?
03:00
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:58
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে?
01:05:38
Video thumbnail
Loksabha Election 2024 | দ্বিতীয় দফায় ৩ কেন্দ্র থেকে গড়ে ৫ শতাংশ ভোট কম পড়েছে
01:59
Video thumbnail
Subhas Sarkar | সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে FIR, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
03:26
Video thumbnail
Hasnabad | হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল, রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ
02:49
Video thumbnail
Purulia | বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল পিক আপ ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু ২ আহত প্রায় ৩০
03:12
Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27