skip to content
Wednesday, January 22, 2025
Homeবিনোদনঅনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে কিং খানের মুখে 'রাম নাম'
Shah Rukh Khan

অনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে কিং খানের মুখে ‘রাম নাম’

মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে মঞ্চ মাতালেন শাহরুখ খান

Follow Us :

গুজরাত: আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা। বিবাহবন্ধনে বাঁধা পড়বেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি (Anant Ambani) এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। যদিও রাধিকা এবং অনন্তের আনুষ্ঠানিক বিয়ে হবে ১২ জুলাই। তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে বসছে প্রাক-বিবাহের অনুষ্ঠান (Anant-Radhika’s Pre-Wedding Ceremony)।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে মিলে মিশে একাকার হয়েছে হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ। দেশ-বিদেশের তারকা থেকে শুরু করে বিশ্বের নামী শিল্পপতি, সকলকেই দেখা গেছে রাধিকা এবং অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। মার্ক জাকারবার্গ থেকে ইভাঙ্কা ট্রাম্প, বিল গেটস থেকে পপ গায়িকা রিহানা উপস্থিত সেখানে।

আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যে তৃপ্তি, চমকে উঠলেন বাবা-মা!

রাধিকা এবং অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গেল, বি-টাউনের একরাশ তারকাকে। ‘ধড়ক’ ছবির গানে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে রিহানার পারফরমেন্স তাক লাগিয়েছে সকলকে। অন্যদিকে, ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানে পা মঞ্চ মাতালেন শাহরুখ-সলমন-আমির। এখানেই অতিথিদের সম্বোধন করে শাহরুখ বলেন ‘জয় শ্রীরাম’। তারপরই কিং খান বলেন, এ বার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব অম্বানী পরিবারের তিন দেবী- সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতীর সঙ্গে। তাঁদের প্রার্থনা এবং আর্শীবাদ এই পরিবারটিকে ধরে রেখেছে। শাহরুখ (Shah Rukh Khan) প্রকাশ্যে আনেন কোকিলাবেন অম্বানী, পূর্ণিমা দলাল, দেবযানী খিমজিকে।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular