ইসলামাবাদ: দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সেদেশে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা ও অভ্যুত্থানের পরম্পরার মাঝে ২৩ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন শাহবাজ শরিফ। পিটিআই প্রার্থী ওমর আয়ুব খানকে হারিয়ে দিলেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
আরও পড়ুন: তীব্র তুষারপাতে ঢাকল আফগানিস্তান, মৃত ১৫
পাকিস্তান নির্বাচনে (Pakistan Election ) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। পিটিআই সমর্থিত নির্দলরা পেয়েছেন ১০১টি আসন, অন্যান্য সমস্ত দলের চেয়ে বেশি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নওয়াজ শরিফের পিএমএল(এন) ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। পিএমএল-এন এবং পিপিপি সহ আটটি দল জোট গড়ে নতুন সরকার গঠন করতে চাইছে। তাদের প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরিফ। বর্তমান পরিস্থিতিতে শাহবাজই দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছে। সকাল ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদ সমবেত হবে এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।
অন্য খবর দেখুন