নয়াদিল্লি: শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchent) প্রাক বিবাহের অনুষ্ঠান। গুজরাতের (Gujarat) জামনগরে (Jamnagar) সেই অনুষ্ঠান হচ্ছে। তাতে বিল গেটস, রিহানা, মার্ক জুকেরবার্গ সহ আন্তর্জাতিক অতিথিরা হাজির। সেজন্য জামনগর বিমানবন্দরকে ১০ দিনের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়া হল। জামনগর বিমাবন্দর প্রাথমিকভাবে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিমানবন্দর। ভারতীয় বিমান বাহিনী অস্থায়ী ভিত্তিতে এই মর্যাদা প্রদান করে।
জামনগর বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইটও পরিষেবা দেয়। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বাণিজ্যিক ক্রিয়াকলাপের জন্য একটি যাত্রী টার্মিনাল বিল্ডিং তৈরি করেছে এবং উৎসবের জন্য, ভারতীয় বিমান বাহিনী (IAF) বিমানবন্দরের সংবেদনশীল ‘প্রযুক্তিগত’ এলাকায় প্রবেশের অনুমতি দিয়েছে। এই এলাকায় একসঙ্গে তিনটি বিমান বসাতে পারে।
আরও পড়ুন: কর্মজীবনের পাঁচ মাস বাকি থাকতেই অবসরের সিদ্ধান্ত
বিশিষ্ট অতিথিদের আগমন পরিচালনা করার জন্য, এএআই যাত্রী ভবনটিকে ৪৭৫ বর্গ মিটার থেকে ৯০০ বর্গ মিটারে বড় করেছে, এখন প্রায় ৩৬০ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে৷ অতিরিক্তভাবে, বিদ্যমান ১৬ টিতে ৩৫ জন হাউসকিপিং কর্মী যুক্ত করা হয়েছে এবং রাজ্য সরকার নিরাপত্তা কর্মীদের দ্বিগুণ ৩৫ থেকে ৭০ করেছে।
আরও খবর দেখুন