কলকাতা: বর্ষসেরায় বর্ষশুরু। নামটি বিজ্ঞাপনের ভাষায় ছিমছাম, অর্থ পরিষ্কার। তেমনি ছিমছাম অনুষ্ঠানে ২০২৩-এর বাংলা ছবির সেরাদের বেছে নিল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (West Bengal Film Journalist Association)। রবিবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে। সবচেয়ে বেশি পুরস্কারে ঝুলি ভরেছে অতনু ঘোষ পরিচালিত ছবি ‘শেষ পাতা’। সিনেমা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে এই ছবির সাফল্য প্রমাণ করেছে তার নির্বাচন যথাযথ। সেরা পরিচালক ছাড়াও সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা চিত্রগ্রহণ সহ মোট ৭টি পুরস্কার। কিছুটা অপ্রত্যাশিত ভাবে সফল ‘শিবপুর’। সেরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), সেরা খলনায়ক যীশু সেনগুপ্তের (Jishu Sengupta) নির্বাচন নিয়ে ২০২৩ কোনও বিতর্কের অবকাশ রাখেনি।
আরও পড়ুন: আগাথা ক্রিস্টি এবং বেঙ্গালুরুকে মিলিয়ে দেবে ‘এনাদ’-এর নাটক ‘রেড হেরিং’
জনপ্রিয় ছবি হিসেবে ‘একেন’ও প্রধান পুরস্কারে সম্মানিত। যতটা পাওয়ার ততটা না হলেও কৌশিক গাঙ্গুলি (Koushik Ganguly) পরিচালিত পালান ও অর্ধাঙ্গিনী স্বীকৃতি পেয়েছে। তবে ইন্দ্রনীল রায় চৌধুরীর মায়ার জঞ্জাল বোধহয় একটু বঞ্চিতই রয়ে গেল। তবে এই পুরস্কার যেহেতু সিনেমা সাংবাদিকদের ভোটে নির্বাচিত তাই সামান্য ভোটের এদিক ওদিক কাউকে জেতায়, কাউকে হারায়। তবে ঐতিহ্যশালী এই পুরস্কারের পুনরুত্থান জিতিয়ে দেয় বাংলা সিনেমাকেই।
দেখুন অন্য খবর: