skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeআন্তর্জাতিকজারি হল জরুরি অবস্থা, দাবানলে হাহাকার চিলিতে

জারি হল জরুরি অবস্থা, দাবানলে হাহাকার চিলিতে

দাবানলে জ্বলছে চিলি, ঝলসে মৃত্যু ১১২ জনের

Follow Us :

সান্তিয়াগো: দাবানলে জ্বলছে গোটা একটা শহর, জ্বলেপুড়ে যাচ্ছে বাড়িঘর। গত দু’দিন ধরে দাবানল ছড়িয়েছে মধ্য চিলির ভালপারাইসো (Valparaiso) এলাকায় (Chile Forest Fires)। সেই আগুন সর্বগ্রাসীর মতো ছড়িয়ে পড়ছে আশপাশের শহরগুলিতে। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে ছাই। এখনও পর্যন্ত ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঝলসানো মৃতদেহ।

চিলির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ আগুন লাগে। দাবানলের গ্রাসে জ্বলতে থাকে জঙ্গল। সেই আগুনই ক্রমে ছড়িয়ে পড়েছে ঘনবসতি এলাকায়। ভালপারাইসোর বহু এলাকা এখন ঘন কালো ধোঁয়ার ঢেকে গেছে। একরের পর একর জমি দাউ দাউ করে জ্বলছে। হাজারখানেকেরও বেশি বাড়ি পুড়ে গেছে বলে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। ওই অঞ্চলের কোনেও কোনেও জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে বলেই জানা যাচ্ছে। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক (President Boric)। দ্রুত এলাকা খালি করার ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: অনৈসলামিক বিয়ের দায়ে ইমরান-বুশরার ৭ বছর জেল

দেশের অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের মৃতদেহ। অসংখ্য বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হেলিকপ্টারে করে দমকল বাহিনী উদ্ধার কাজে নেমেছে। দাবানল ছড়াচ্ছে অনেক দ্রুত গতিতে। মাত্র দু’দিনে ৩০ হাজার হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ২০১৭ থেকে প্রায় প্রতি বছরই গরমের সময় চিলির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের কোথাও না কোথাও দাবানল লাগে। গত বছর দাবানলে মৃত্যু হয়েছিল ২৭ জনের। প্রায় ৪ লক্ষ হেক্টর জমি পুড়ে গিয়েছিল। এ বছর গত বছরের তুলনায় অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে প্রশাসন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular