ঢাকা: বাংলাদেশের ঢাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জনের। আহত হয়েছেন ৪০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঢাকার বেইলি রোডের একটি সাততলা ভবনে।
দমকল বিভাগের আধিকারিক জানান, ওই ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হত। সেখানে খাবারের দোকান ছাড়াও জামাকাপড়, মোবাইল এবং অন্যান্য দোকান ছিল। মোট ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপিতে কৌস্তভ বাগচী
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৩)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে প্রথম ও দ্বিতলে আগুন লাগে। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এর জেরে আটকে পড়েন অনেকে। আগুন এবং ধোঁয়ার হাত থেকে বাঁচতে অনেকে ছাদে গিয়ে আশ্রয় নেন। বহুতলটির ভিতর থেকে মোট ৭৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসাধীন। দমকলের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে বেশ কয়েকটি রেস্তোরাঁ থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন তীব্রতা আরও বেড়ে যায়। এর ফলে আরও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: