Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকPoll: চাঞ্চল্যকর সমীক্ষা, লিজ ট্রাসের পদত্যাগের পক্ষে ব্রিটেনের অধিকাংশ জনগণ

Poll: চাঞ্চল্যকর সমীক্ষা, লিজ ট্রাসের পদত্যাগের পক্ষে ব্রিটেনের অধিকাংশ জনগণ

Follow Us :

লন্ডন: ক্ষমতায় বসার পরই প্রাথমিক ভুল পদক্ষেপ, আর তার জেরে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের (Liz Truss) ব্যক্তিগত পোল রেটিংয়ে একেবারে হলস্থুল কাণ্ড, প্রভাব পড়েছে ব্রিটেনের আর্থিক বাজারেও। গত শুক্রবার হওয়া এক সমীক্ষায় বলছে, ব্রিটেনের অর্ধেক মানুষই চাইছেন লিজ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। সে দেশের মাত্র তিন শতাংশ জনগণ তাঁর পদক্ষেপকে সমর্থন করেছেন। 
এখনও চার সপ্তাহ হয়নি প্রধানমন্ত্রী (Prime Minister) গদিতে বসেছেন লিজ। ক্ষমতায় বসার পরপরই বিপর্যয়কারী সিদ্ধান্ত। ব্রিটেনে (UK) এমনিতেই এখন আর্থিক মন্দা চলছে, সাধারণ মানুষ জীবযাপনের খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তার মধ্যে তিনি এক মিনি-বাজেটে ধনীদের জন্য কর ছাড় দিয়েছেন। ইউগভ (YouGov)-এর করা সমীক্ষায় উঠে এসেছে, ব্রিটেনের ৫১ শতাংশ জনগণই চাইছেন ইস্তফা দিক বর্তমান প্রধানমন্ত্রী।  
একাধিক কেলেঙ্কারির বিষয় সামনে আসায় বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর গত ৬ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী হন কনজার্ভেটিভ পার্টির নেত্রী লিজ। নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাককে পরাজিত করেন তিনি। ব্রিটেনের আর্থিক মন্দার পূর্বাভাসের মধ্যে লিজের প্রতিশ্রুতিই ছিল যে তিনি তাৎক্ষণিক কর কমাবেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে মনোযোগ দেবেন। কিন্তু ক্ষমতায় বসার পর মিনি-বাজেটের সিদ্ধান্তে সেই প্রতিশ্রুতি চোখে না পড়ায় হতাশ হয়েছেন ব্রিটেনের অধিকাংশ জনগণ। আয়করে শীর্ষ হার বাতিল করা ছাড়াও, তুলে দেওয়া হয়েছে ব্যাঙ্কারদের বোনাসের একটি ক্যাপ।  

আরও পড়ুন : Vladimir Putin on West Colonisation : উপনিবেশ দখল নিয়ে আমেরিকাকে একহাত নিলেন পুতিন
এই অর্থনৈতিক প্যাকেজ যেমন নাটকীয়ভাবে সরকারের ঘাড়ে ঋণের বোঝা বাড়িয়ে তুলবে, তেমনই তাতে ব্যয় বিশ্লেষণের পূর্বাভাসের অভাব ছিল, রাজস্ব ও বাজেটের উপর জোরই দেওয়া হয়নি। যার জেরে আর্থিক বাজারে অবিলম্বে ধস দেখা দেয়, ডলারের তুলনায় পাউন্ডের দাম সর্বনিম্ন স্তরে নেমে আসে। পেনশন ফান্ডে ধস নামার আশঙ্কা ও উদ্ভূত পরিস্থিতি সামলাতে তারপর দিনই ব্যাঙ্ক অব ইংল্যান্ড (Bank of England) হস্তক্ষেপ করতে বাধ্য হয়। বিরোধী রাজনৈতিক নেতা এবং স্বতন্ত্র বিশ্লেষকরাও বর্তমান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বেপরোয়া ও উৎপাদন-বিরোধী বলে সমালোচনা করেছেন। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলেও, প্রায় এক সপ্তাহ চুপ ছিলেন লিজ। গত বৃহস্পতিবারই বিবিসি রেডিও এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলে মুখ খোলেন তিনি। তাঁর সরকারের সিদ্ধান্তের সপক্ষে সওয়াল করলেও কোনও ন্যায্য ব্যাখ্যা দিতে পারেননি বলে মনে করছে বিশ্লেষক মহল। 
YouGov-এর সমীক্ষায় ৪,৯১৮ জন প্রাপ্তবয়ষ্কের অংশগ্রহণ করেছেন, তাঁদের মধ্যে এক চতুর্থাংশ মনে করেন লিজের ক্ষমতায় থাকা উচিত। Ipsos-এর করা অপর এক সমীক্ষায় ১৮ শতাংশ জনগণ মনে করেন যে ট্রাস ভালো কাজ করছেন। সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশেরই মত লেবার পার্টির নেতা কেইর স্টার্মার (Keir Starmer) ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali | ভাইরাল ভিডিয়ো নিয়ে তৃণমূল-বিজেপি দোষারোপ, গঙ্গাধরকে ফাঁসিয়েছে তৃণমূল, দাবি স্ত্রীয়ের
03:08
Video thumbnail
Buddhadeb Bhattacharjee | সমাজমাধ্যমে উপস্থিত বুদ্ধদেব ভট্টাচার্যের এআই অবতার
03:31
Video thumbnail
Sujata Mondal Khan | মন জয় করতে টোটো চালালেন সুজাতা, আওড়ালেন 'শোলে' সিনেমার বিখ্যাত সংলাপও
01:24
Video thumbnail
Satabdi Roy | শতাব্দীকে লক্ষ্য করে 'চোর ধরো, জেলে ভরো', স্লোগান বিজেপি কর্মীদের
02:15
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:57
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমের থেকে খানিক স্বস্তি, স্প্রিংলারের মাধ্যমে ছেটানো হচ্ছে জল
02:14
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41